Question: ফায়ার এক্সটিংগুইসার এর টেকনিক্যাল ইনফরমেশন গুলো কি কি ?

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Answer:

অগ্নি নিরাপত্তার একটি অন্যতম মাধ্যম হলো ফায়ার এক্সটিংগুইসার। আমরা জানি যে, ফায়ার এক্সটিংগুইসার পাউডার টাইপ, কার্বন ডাই-অক্সাইড (সিওটু) টাইপ,ফোম টাইপ ও ওয়াটার টাইপ হয়ে থাকে।

আজকে আমরা এই ফায়ার এক্সটিংগুইসার এর টেকনিক্যাল ইনফরমেশনগুলো জানবো। অগ্নি নির্বাপণ ব্যবস্থায় ফায়ার এক্সটিংগুইসার রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা এবং ব্যবহার করার জন্য এই তথ্যগুলো কমপ্লায়েন্স পেশাজীবি হিসেবে রপ্ত করা অত্যধিক গুরুত্বপূর্ণ।। 


০১) পাউডার টাইপ ফায়ার এক্সটিংগুইসার এর টেকনিক্যাল ইনফরমেশনঃ

i) Testing Pressure- 25 bar;

ii) Working Pressure- 10 bar;

iii) Discharge Time- 01 min. ;

iv) Gas Used- N2 gas/Dry air;v) Effective Distance- 06-08 mtrs (max);


০২) কার্বন ডাই-অক্সাইড (সিওটু) টাইপ ফায়ার এক্সটিংগুইসার এর টেকনিক্যাল ইনফরমেশনঃ

i) Testing Pressure- 3500 lbs;

ii) Bursting Pressure- 7000 lbs;

iii) Working Pressure- 73.1 bar;

iv) Discharge Time- 30 sec. ;

v) Gas Used- CO2 gas;

vi) Effective Distance- 03 mtrs (max);


০৩) ফোম টাইপ ফায়ার এক্সটিংগুইসার এর টেকনিক্যাল ইনফরমেশনঃ

a) Chemical Type-
     i) Quantity of chemical (inner container)- 01 Ltr. water + 01 lb aluminum sulphate;   

ii) Quantity of chemical (outer container)- 08 Ltr. water + 01 gm sodium by carbonate;   

iii) Discharge Time- 30-60 sec. ;    iv) Effective Distance- 05 mtr. (max);
b) Pressure Type-
    i) Working Pressure- 14 bar;   

ii) Discharge Time- 30-60 sec.;   

iii) Gas Used- CO2 gas;   

iv) Effective Distance- 05 mtrs (max);


 ০৪) ওয়াটার টাইপ ফায়ার এক্সটিংগুইসার এর টেকনিক্যাল ইনফরমেশনঃ

a) Curtis Type-
    i) Quantity of gas- 57 gm;   

ii) Pressure of gas- 35 bar (low pressure) and 51 bar (high pressure);   

iii) Gas Used- CO2 gas;   

iv) Discharge Time- 01 min. ;   

v) Effective Distance- 06-08 mtrs. (max); 

b) Pressure Type- 
    i) Testing pressure- 25 bar;   

ii) Bursting pressure- 35 bar;   

iii) Discharge Time- 01 min. ;   

iv) Working pressure- 14 bar;   

v) Gas Used- N2 gas;   

vi) Effective Distance- 06-08 mtrs. (max);

.

Collected

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get 30% off your first purchase

X
error: Content is protected !!