BOI (Board of Investment Bangladesh) কি এবং কেন প্রয়োজন?

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিনিয়োগ বোর্ড কি ?

BOI কেন নিবন্ধন প্রয়োজন?
ব্যবসা পরিচালনা তথা পণ্য উৎপাদন ও সেবা প্রদানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশন ও লাইসেন্স সংক্রান্ত সনদ ও ছাড়পত্র গ্রহন করতে হয়।  আর এ সকল বিষয়ে না জানা থাকলে পড়তে হয় বিবিধ সমস্যায়।  ব্যবসায় প্রতিষ্ঠানে বিনিয়োগের ক্ষেত্রে আপনার কারখানা বোর্ড অব ইনভেষ্টমেন্ট এর তালিকাভুক্ত করার প্রয়োজন পড়ে।  চলুন জানার চেষ্টা করি এ বিষয়ে। 

স্থানীয় বা বিদেশী বিনিয়োগ প্রকল্পের ক্ষেত্রে কি কি বিষয়সমূহের সাথে বোর্ড অব ইনভেষ্টমেন্ট জড়িত?

স্থানীয় বা বিদেশী বিনিয়োগ প্রকল্পের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়সমূহের সাথে বোর্ড অব ইনভেষ্টমেন্ট জড়িতঃ

– স্থানীয়ভাবে বিনিয়োগকৃত প্রজেক্টের রেজিষ্ট্রেশন
– বিদেশী বিনিয়োগকৃত প্রজেক্ট/ জয়েন্ট ভেঞ্চার প্রজেক্টের রেজিষ্ট্রেশন
– মেশিনপত্র আমদানি
– প্রথম এডহক আইআরসি
– ইমপোর্ট রেজিষ্ট্রেশন সার্টিফিকেট (ইন্ডাষ্ট্রিয়াল, রেগুলার)
– বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স
– টেকনোলজী ট্রান্সফার ফি চুক্তি
– টেকনোলজী ট্রান্সফার এর রেমিটেন্স
– প্রবাসীদের প্রাইভেট সেক্টরে কাজ করার অনুমতি
– ফরেন বরোয়িং এগ্রিমেন্ট এর অনুমোদন
– সরকারি শিল্প

কারখানা বোর্ড অব ইনভেস্টমেন্ট (BOI) এর তালিকাভূক্ত করাতে হলে কি কি কাগজপত্র লাগবে?

প্রয়োজনীয় কাগজপত্রঃ

১. সরবরাহকৃত আবেদনপত্রে আবেদন করতে হবে। 

২. লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ইনকর্পোরেশন সার্টিফিকেটসহ মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেল অব এসোসিয়েশন, অংশীদারী প্রতিষ্ঠান হলে অংশীদারী চুক্তিপত্রের সত্যায়িত ২ কপি। 

৩. প্রকল্প জমির মালিকানা সম্পর্কীত দলিলপত্রের সত্যায়িত ২ কপি (নিজস্ব জমি হলে ক্রয় দলিল/ভাড়া জমি/ভবন হলে ভাড়ার চুক্তিনামা)

৪. আমদানিকৃত মেশিনারির ইনভয়েস বা ইনডেন্ট কপি দিতে হবে। 

৫. ট্রেড লাইসেন্স কপি

৬. টিন নম্বরসহ সার্টিফিকেট

৭. ব্যাংক সার্টিফিকেট

৮. মাননীয় কমিশনার এর নিকট থেকে সনদপত্র

৯. দরখাস্তকারীর সদ্যতোলা ছবি। 

১০. মোট প্রকল্প ব্যয় ৫ কোটি টাকার অধিক হলে প্রজেক্ট প্রোফাইল (২ কপি)

১১. নির্বাহী চেয়ারম্যান ও সদস্য সচিব, বিনিয়োগ বোর্ড এর বরাবরে নিবন্ধন ফি এর পে-অর্ডার/ব্যাংক ড্রাফট। 

বিস্তারিত তথ্যের জন্যঃ
বিনিয়োগ বোর্ড
জীবন বীমা টাওয়ার
১০. দিলকুশা বা/এ, ঢাকা-১০০০
ফোনঃ ৯৫৬১৪৩০-১, ৯৫৬১৪৩৩, ৯৫৬০৭৮৯, ৯৫৬১৪১৬
ই-মেইলঃ bdboi@bdmail.net
ওয়েবঃ www.boibd.org

Collected


Get 30% off your first purchase

X
error: Content is protected !!