Answer: বাংলাদেশ শ্রম আইনের দ্বাদশ অধ্যায় এর ধারা ১৫১ অনুযায়ী ০৫ তফসিলের দ্বিতীয় কলামে বর্নিত যদি কোন কর্মী জখমের ফলে মারা যান তবে ২,০০,০০০ টাকা পাবে,
তার উপর নির্ভরশীল ব্যক্তিরা অথবা স্থায়ীভাবে অক্ষম কর্মীকে ২,৫০,০০০ টাকা দিতে হবে।
কিন্তু একটি ক্ষেএে উপরক্ত ক্ষতিপূনের পরিমান দিগুণ হবে।
সেটা হল ধারা-৮৬ অনুযায়ী যদি কোন কর্মী মালিকে কোন বিপজ্জনক অবস্থা সম্পর্কে আগাম নোটিশ প্রদান করেন এবং মালিক যদি নোটিশ প্রাপ্তির ৩ দিনের মধ্যে কোন ব্যবস্থা গ্রহন না করেন।
তৎপরবর্তী সময়ে যদি কোন উক্ত বিষয়ে কোন দুর্ঘটনা ঘটে তবে মালিকে দ্বাদশ অধ্যায় অনুযায়ী দিগুন হারে ক্ষতিপূরন করতে হবে।
.
Collected