Answer: Maternity benefit
যদি গর্ভবতী মা ছুটিতে যাওয়ার পর বাচ্চা প্রসবের সময় বা পরবর্তী সময় বাচ্চা মারা যায় সেক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি ১১২ দিন ই পাবে।(অর্থাৎ ৩ মাস ২২ দিন) কোন প্রকার ছুটি তার বাতিল হবে না। এবং সে ফুল বেনিফিটই পাবে তবে সেটি ২ টি কিস্তিতে পরিশোধ করা হবে ১ম কিস্তি ছুটিতে যাওয়ার আগে এবং ২ য় কিস্তি ছুটি শেষে কাজে যোগদান করার পর।
আর মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগেই যদি বাচ্চা প্রসব করে বা বাচ্চা মারা যায় সেক্ষেত্রে সে শুধু প্রসবের পরবর্তী ৫৬ দিন ছুটি ভোগ করতে পারবে। এক্ষেত্রে ও সে পুরো বেনিফিটই পাবে এবং ১ বারেই।
Collected
Maternity benefit