**** লোকসংখ্যার উপর ভিত্তি করে আমাদেরকে বিভিন্ন requirements পূরন করতে হয়। আপনার বা যে কারো কোম্পানীর লোকসংখ্যার উপর ভিত্তি করে কি কি requirements পূরন করতে হবে তা এক নজরে দেখা ও Calculation বাহির করার জন্য আমি Microsoft Excel এ একটি Format দাড় করিয়েছি । যেখানে আপনি শুধু মাত্র আপনার কোম্পানীর লোকসংখ্যা ( ছেলে ও মেয়ে) বসালে automatic ভাবে সকল requirements জানতে পারবেন যেমনঃ যেমনঃ কতটি পুরুষ টয়লেট বা কতটি মহিলা টয়লেট, কতজন ফায়ার টিমের সদস্য , ফায়ার অফিসার, কল্যান কর্মকর্তা, কতজন ট্রেড ইউনিয়ন এর সদস্য বা অংশগ্রহনকারী কমিটির সদস্য , কতজন সেফটি কমিটির সদস্য, ধর্মঘটের জন্য নুন্যতম সংখ্যা, কতজনের জন্য ক্যান্টিন বা খাবার কক্ষ, কতজন ডাক্তার, নার্স, First Aid box, ফ্যাক্টরি ক্যাটাগরি ইত্যাদি ইত্যাদি !!!
নিম্মে EXcel format টি download করুন। বি:দ্রঃ Attach কৃত ফাইলগুলো ২০২২ সংশোধনী অনুযায়ী সংশোধন করা হয়েছে !!!
.
.
HR- Article এর মুল Menu তে ফিরে যেতে অথবা এ সম্পর্কীয় বা এ জাতীয় আরো Article দেখতে ক্লিক করুন।
গ্রেড অনুযায়ী গার্মেন্টস এর ( তফসীল ক ও তফসীল খ) মজুরীর হার সারাংশ আকারে একসাথে দেখতে ক্লিক করুন