Answer: কমপ্লায়েন্স এর পরিসর অনেক বড়, ব্যাপক বিস্তৃত।এক কথায় Scope of Compliance is unlimited like Sky. তার মধ্যেও Define করে করে আমাদেরকে কমপ্লায়েন্স এর কাজগুলো করতে হয়।
প্রতিষ্ঠানের অগ্রযাত্রায়, ক্রেতা সাধারণের শর্ত পুরণে অর্থাত কমপ্লায়েন্স সফল বাস্তবায়নের জন্য কমপ্লায়েন্স এর সমস্ত কাজগুলোকে
১) প্রধান/গুরুত্বপুর্ন
২) অপ্রধান/ অপেক্ষাকৃত কম গুরুত্বপুর্ন
সাধারনতঃ এই ২ ভাগে ভাগ করা হয়ে থাকে।
প্রধান/গ্রুরুত্বপূর্ন কাজগুলোর মধ্যে অন্যতম হলোঃ
১। কারখানাকে কমপ্লেইন্ড কারখানা হিসেবে তৈরি করা।
২। সঠিক শ্রমিক ব্যবস্থাপনা নিশ্চিত করা।
৩। ক্রেতা সাধারনের কমপ্লায়েন্স চাহিদা পুরণ করা।
৪। কারখানার সকল স্তরে প্রযোজ্য সকল আইন ও বিধি বিধানের বাস্তবায়ন করা।
৫। শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়া।
৬। কমপ্লায়েন্স অডিট কার্যক্রম ( দ্বিতীয় ও তৃতীয় পক্ষ নিরীক্ষা) পরিচালনা করা।
৭। অভ্যন্তরীণ নিরীক্ষা ( InternalAudit) কার্যক্রম পরিচালনা করা।
৯। সংশোধনী উদ্যেগ (Corrective Action Plan) গ্রহণ করা।
১০। শ্রমিকের আইনগত অধিকার নিশ্চিত করা।
১১। শ্রমিকের স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা।
১২। শ্রমিকের কল্যাণমুলক ব্যবস্থা নিশ্চিত করা।
১৩। ঝুঁকি নিরুপন কার্যক্রম পরিচালনা করা (The Conduction of Risk Assessment)।
১৪। মালিক শ্রমিকের মাঝে সম্পর্ক উন্নত করা ও কার্যকর যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা। অর্থাত কার্যকর শিল্প সম্পর্ক প্রতিষ্ঠা করা ইত্যাদি।
আর এই গুরুত্বপূর্ণ কাজগুলোই একজন কমপ্লায়েন্স অফিসারকে প্রতিষ্ঠানে করতে হয়।
একজন কমপ্লায়েন্স অফিসারের দায়িত্ব হলো কোম্পানীর বাহ্যিক নিয়ম-নীতি, প্রয়োজনীয়তা এবং অভ্যন্তরীণ নীতিগুলি নিশ্চিত করা। একজন সম্মতি অফিসার বাহ্যিক যোগাযোগের জন্য মান নির্ধারণ করে এবং সুবিধাগুলি পরীক্ষা করে দেখতে পারে যে সেগুলো যথাযথ কিনা। সিসিও কোম্পানীর অভ্যন্তরীণ নীতি তৈরী ও পরিবর্তন করে থাকেন। বিভিন্ন কোম্পানীতে অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে সিসিও বা কম্পলায়েন্স অফিসার নিয়োগ দেয়া হয়।
একজন কমপ্লায়েন্স অফিসার কি ধরনের কাজ করেন?
১.একটি কার্যকর কমপ্লায়েন্স প্রোগ্রাম বিকাশ এবং বাস্তবায়ন।
২.কার্যকরী অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং তাদের মনিটর করে আনুগত্য তৈরি করা।
৩.খসড়া তৈরি এবং কোম্পানির নীতিগুলি সংশোধন করা।
৪.দুর্বলতাগুলি সনাক্ত করার জন্য যথাযথভাবে অডিট প্রক্রিয়া, অনুশীলন এবং নথি প্রস্তুত করা।
৫.অনুদান ঝুঁকি মূল্যায়ন করার জন্য ব্যবসায়িক কার্যক্রমগুলির (যেমন বিনিয়োগ) মূল্যায়ন করা।
৫.প্রয়োজনবোধে বহিরাগত অডিটর এবং এইচআরআর এর সাথে সহযোগিতা গ্রহণ করা।
৬.যে কোন সংকট বা সম্মতি লঙ্ঘন মোকাবেলার জন্য পরিকল্পনা প্রস্তুত করা।
৭.প্রবিধান এবং শিল্প প্রথার উপর কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান করা।
৮.প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ মান এবং ব্যবসায়ের লক্ষ্য ঠিক রাখা।
একজন কমপ্লায়েন্স অফিসারের কী কী দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
১.একজন কমপ্লায়েন্স অফিসার বা কমপ্লায়েন্স ম্যানেজার হিসাবে অভিজ্ঞতা প্রমাণ করা।
২.ঝুঁকি ব্যবস্থাপনার অভিজ্ঞতা।
৩.যথাযথ প্রয়োজনীয়তা এবং নিয়ন্ত্রণের জ্ঞান (যেমন, অ্যান্টি-মানি লন্ডারিং, বা এএমএল)।
৪.স্ট্যান্ডার্ড যোগাযোগ দক্ষতা।
৫.সততা এবং পেশাদারী নীতি।
৬.ব্যবসায়িক দক্ষতা ও জ্ঞান।
৭.দলগত কাজের দক্ষতা।
৮.বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের দক্ষতা
.
.
Compliance – Questions and Answers Menu তে ফিরে যেতে
Collected from MD Shariful Islam (sir)