বিধি-৩৫৫। লাইসেন্স রেজিস্ট্রিকরণের ফি ও লাইসেন্স প্রদান।- (১) মহাপরিদর্শক, তফসিল-৭ এ বর্ণিত নির্দিষ্ট হারে ফি প্রাপ্তি সাপেক্ষে ফরম ৭৮ অনুযায়ী লাইসেন্স মঞ্জুর করিবেন এবং তিনি ফরম-৭৯ অনুযায়ী রেজিস্টারে উল্লিখিত লাইসেন্স মঞ্জুরি এবং নবায়ন ও সংশোধন সংক্রান্ত তথ্যাদি সংরক্ষণ করিবেন।
(২) প্রতিটি লাইসেন্সের মেয়াদ যে তারিখে মঞ্জুর করা হইবে সেই তারিখ হইতে ১ (এক) বৎসর পর্যন্ত বলবৎ থাকিবে। (সংশোদনী – ২০২২)
(৩) লাইসেন্স নবায়নের জন্য নির্ধারিত নবায়ন ফি প্রদান পূর্বক মেয়াদ শেষ হইবার পূর্বে ফরম-৭৭ অনুযায়ী মহাপরিদর্শকের নিকট আবেদন করিতে হইবে।
(৪) মেয়াদোত্তীর্ণ হইবার পরবর্তী এক বক্সারের মধ্যে বিধি অনুযায়ী বিলম্ব ফি প্রদান করিয়া নবায়ন করা না হইলে লাইসেন্স স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলিয়া গণ্য হইবে এবং কর্তৃপক্ষ সেই প্রতিষ্ঠান বন্ধ করিবার জন্য অভিযোগ ও মামলা দায়ের করিতে পারিবে।
(৫) লাইসেন্স অথবা উহার কপি করবানা, শিল্প প্রতিষ্ঠান, বাণিজ্য প্রতিষ্ঠান, বাণিজ্যিক ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান, দোকান ও ঠিকাদার সংস্থার কোন প্রকাশ্য স্থানে প্রদর্শন করিতে হইবে। (৬) উপ-বিধি (৩) মোতাবেক লাইসেন্স নবায়নের ফি জমা করিয়া নির্দিষ্ট সময়ের মধ্যে
আবেদন করা না হইলে, পরবর্তী তিন মাসের মধ্যে উহা পরিশোধ করিয়া আবেদন করা
হইলে লাইসেন্স নবায়নের জন্য ধার্য ফিরে শতকরা পঁচিশ টাকা (২৫%) হারে অতিরিক্ত কি
পরিশোধ করিতে হইবে
(৭) তিন মাস অতিক্রান্ত হইলে নবায়ন ফি’র সহিত উক্ত অর্থ শতকরা পঞ্চাশ টাকা
(৫০%) হারে অতিরিক্ত পরিশোধ করিতে হইবে। (৮) ছয় মাসের মধ্যে আবেদন করা না হইলে নবায়ন ফি’র সমপরিমাণ অতিরিক্ত ফি পরিশোধ করিতে হইবে:
তবে শর্ত থাকে যে, নির্ধারিত তারিখের মধ্যে নবায়ন ফি’র অংশবিশেষ পরিশোধ করা হইয়া থাকিলে কেবল অনাদায়ী অংশের উপর অতিরিক্ত ফি প্রদেয় হইবে।
তফসীল – ৭ , ফরম -৭৮ , ফরম – ৭৯