নিম্মোক্ত পত্রিকাগুলো পড়ার জন্য পত্রিকাগুলোর Logo তে ক্লিক করুন !!!
বাংলা সংবাদপত্র সমূহ
দৈনিক প্রথম আলো বাংলাদেশ থেকে বাংলা ভাষায় প্রকাশিত একটি দৈনিক সংবাদপত্র। ১৯৯৮ সালের ৪ নভেম্বর এটি প্রথম প্রকাশিত হয়।
বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ থেকে প্রকাশিত বাংলা ভাষার দৈনিক সংবাদপত্র। এটির প্রকাশনা ২০১০ সালের চালু হয়।
দৈনিক ইত্তেফাক বাংলাদেশের বাংলা ভাষার একটি জাতীয় দৈনিক সংবাদপত্র। এটি বাংলা ভাষার প্রিন্ট সংস্করণ ছাড়াও ইংরেজি অনলাইন সংস্করণে প্রকাশিত হয়। ১৯৫৩ সালের ২৪ ডিসেম্বর দৈনিক হিসেবে পত্রিকাটি যাত্রা শুরু করে এবং ২৫ ডিসেম্বর দৈনিকের প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
দৈনিক কালের কণ্ঠ বাংলাদেশের একটি জাতীয় দৈনিক পত্রিকা। এটি বসুন্ধরার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পক্ষে ২০১০ সালের ১০ জানুয়ারি আবেদ খান-এর সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়।
দৈনিক নয়া দিগন্ত ২০০৪ সাল থেকে দিগন্ত মিডিয়া কর্পোরেশন কর্তৃক বাংলা ভাষায় প্রকাশিত বাংলাদেশের একটি প্রথম শ্রেণীভূক্ত জাতীয় দৈনিক সংবাদপত্র।
দৈনিক আমার সংবাদ বাংলাদেশ থেকে এবং বাংলা ভাষায় প্রকাশিত একটি দৈনিক সংবাদপত্র। ২০১২ সালে এটি প্রথম প্রকাশিত হয়। পত্রিকার সম্পাদক ও প্রকাশক হলেন হাশেম রেজা। নভেম্বর ২০২০ অনুসারে, পত্রিকাটির প্রচার সংখ্যা প্রায় ১,৬১,১০৫ ও প্রচার সংখ্যা অনুসারে পত্রিকাটি বাংলাদেশের দশম শীর্ষ পত্রিকা।
দৈনিক যুগান্তর বাংলাদেশ থেকে এবং বাংলা ভাষায় প্রকাশিত একটি দৈনিক সংবাদপত্র। ১৯৯৯ সালের ১ ফেব্রুয়ারি এটি প্রথম প্রকাশিত হয়। পত্রিকাটি যমুনা গ্রুপের একটি অংশ।
মানবজমিন হল বাংলাদেশের একটি অন্যতম দৈনিক ট্যাবলয়েড সংবাদপত্র। এটি নিয়মিতভাবে বাংলা ভাষায় ঢাকা থেকে প্রকাশিত হয়ে থাকে। এটি দেশের প্রথম ও বৃহত্তম প্রচারিত দৈনিক বাংলা ট্যাবলয়েড পত্রিকা।
সমকাল বাংলাদেশ (তৎকালীন পূর্ব পকিস্তান) থেকে প্রকাশিত বাংলা ভাষার অন্যতম বিখ্যাত সাহিত্য পত্রিকা। এর সম্পাদক ছিলেন কবি সিকান্দার আবু জাফর। সমকাল সাহিত্য পত্রিকার প্রচ্ছদ।
দৈনিক আমাদের সময় বাংলাদেশ থেকে এবং বাংলা ভাষায় প্রকাশিত একটি দৈনিক সংবাদপত্র। ২০০৩ সালে এটি প্রথম প্রকাশিত হয়।
দৈনিক জনকণ্ঠ বাংলাদেশের ঢাকা থেকে প্রকাশিত বাংলা ভাষার একটি দৈনিক সংবাদপত্র। এটি প্রথম প্রকাশিত হয় ১৯৯৩ সালের ২১ ফেব্রুয়ারি।
দৈনিক সংবাদ বাংলাদেশ থেকে প্রকাশিত প্রাচীনতম দৈনিক পত্রিকাগুলোর একটি, যেটি ১৯৫১ সালের ১৭ মে তারিখে প্রথম প্রকাশিত হয়। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক ভোরের কাগজ বাংলাদেশের একটি সংবাদপত্র। এটি ঢাকা হতে প্রকাশিত হয়। দৈনিক ভোরের কাগজ এর প্রতিষ্ঠাকাল ১৯৯২ ।
যায়যায়দিন বাংলাদেশ থেকে বাংলা ভাষায় প্রকাশিত একটি দৈনিক সংবাদপত্র। স্বনামধন্য বাংলাদেশি সাংবাদিক শফিক রেহমান কর্তৃক ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত যায়যায়দিন সাপ্তাহিক হিসাবে যাত্রা শুরু করে। শুরুতে এটি সাপ্তাহিক যায়যায়দিন হিসেবে প্রকাশিত হয়ে আসছিল।
দৈনিক মানবকন্ঠ বাংলাদেশের একটি দৈনিক পত্রিকা।
দৈনিক আজকের কাগজ বাংলাদেশ থেকে প্রকাশিত বাংলা ভাষার দৈনিক সংবাদপত্র। প্রথম প্রকাশক কাজী শাহেদ আহমেদ
বাংলাদেশ জার্নালস অনলাইন (ইংরেজি:Bangladesh Journals OnLine(BanglaJOL)) বৈজ্ঞানিক প্রকাশনা প্রাপ্তি বিষয়ক আন্তর্জাতিক সংঘ বা ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ফর দ্য অ্যাভেইলবিলিটি অব সায়েন্টিফিক পাবলিকেশন্স (আইএনএএসপি) পরিচালিত একটি কর্মসূচি।
দৈনিক সংগ্রাম বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রকাশিত একটি বাংলা ভাষার জাতীয় দৈনিক সংবাদপত্র। সাইমুম সিরিজের লেখক আবুল আসাদ পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দৈনিক সংগ্রাম বাংলাদেশ এবং আন্তর্জাতিক সংবাদের সাথে সাথে স্থানীয় ও আঞ্চলিক বিষয়সমূহ প্রকাশ করে।
দৈনিক বণিক বার্তা বাংলাদেশের বাংলা ভাষার সংবাদপত্র। সংবাদপত্রটি ঢাকা থেকে প্রকাশিত হয়। দেওয়ান হানিফ মাহমুদ পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বণিক বার্তা দেশের প্রথম ব্যবসায়ভিত্তিক দৈনিক।
.
.
English Newspaper
দ্য ডেইলি স্টার বাংলাদেশে প্রকাশিত ইংরেজি ভাষার একটি দৈনিক সংবাদপত্র। ১৪ জানুয়ারি ১৯৯১ সালে সৈয়দ মোহাম্মদ আলী এটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক। বর্তমানে জনাব মাহফুজ আনাম এই দৈনিক পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক। এর বাংলা বিভাগের সম্পাদক গোলাম মোর্তোজা।
ডেইলি অবজার্ভার ইংরেজি ভাষায় প্রকাশিত বাংলাদেশের একটি জাতীয় দৈনিক পত্রিকা। প্রতিষ্ঠার তারিখ: ১ ফেব্রুয়ারী, ২০১১ , সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ইংরেজি ভাষায় প্রকাশিত বাংলাদেশের একটি জাতীয় দৈনিক পত্রিকা। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত পত্রিকাটি রাজধানী ঢাকা থেকে প্রকাশিত হচ্ছে। বর্তমানে শামসুল হক জাহিদ পত্রিকাটির সম্পাদকের দায়িত্বে আছেন।
The Business Standard is a Bangladeshi daily newspaper published in English and Bengali. The newspaper was founded by The Horizon Media and Publication Ltd and is based in Dhaka, the capital of Bangladesh.
The Dhaka Tribune is a major Bangladeshi English-language daily newspaper based in Dhaka, the country’s capital and largest city. It also operates an online Bengali version known as the Bangla Tribune.
The Bangladesh Today is a national daily newspaper in Bangladesh, published from Dhaka in the English language. It started on 26 January 2002. The current circulation is 22,500
The Business Post (formerly The Sunday Business Post) is a Sunday newspaper distributed nationally in Ireland and an online publication. It is focused mainly on business and financial issues in Ireland.