
নিম্মোক্ত আর্টিকেলগুলো বিভিন্ন সাইট থেকে বা নিজের জানার মধ্য থেকে লিখার চেস্টা করেছি । কোন ব্যাবসা শুরু করার আগে সর্বপ্রথম আপনাকে ট্রেড লাইসেন্স , TIN certificate , RJSC থেকে Name clearance Certificate , VAT Certificate থাকতে হবে। তারপর আপনার Business অনুযায়ী লাইসেন্স বা ডকুমেন্টস নিতে হবে। আমি এখানে পর্যায়ক্রমকিভাবে আলোচনার চেষ্টা করেছি । এতে কোন ভুল বা পরামর্শ দিতে চাইলে অবশ্যই আমাকে জানাবেন (Menu: About me) ।
বাংলাদেশ শ্রম আইনের বিধিমালাতে বিধি-৭, বিধি- ৮, বিধি- ৯, বিধি- ১০, বিধি- ১১ তে লাইসেন্স সংক্রান্ত আলোচনা করা হয়েছে।
Question: বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী লাইসেন্সকে মোট কয় ভাগে ভাগ করা হয়েছে ?
ট্রেড লাইসেন্স কেন ও কিভাবে করতে হয় এবং বৃত্তান্ত ?
TIN ( Tax Identification Number) সার্টিফিকেট কি ও কেন করতে হয় এবং বৃত্তান্ত?
TIN (আয়কর) , VAT(মূসক) , duty (শুল্ক) কি?
কিভাবে RJSC থেকে কোম্পানীর নামের ছাড়পত্র বা Incorporation Certificate পাওয়া যায় এবং বৃত্তান্ত?
BOI (Board of Investment Bangladesh)
BIDA (Bangladesh Investment Development Authority )
সয়েল টেস্ট কি, কেন ও কিভাবে করা হয়?
ফ্যাক্টরী লে-আউট প্ল্যান কি ও কেন এবং কিভাবে করা হয়?
কারখানা লাইসেন্স কিভাবে করতে হয়
ফায়ার লাইসেন্স কেন এবং কিভাবে করতে হয়?
Membership Certificates ( BGMEA , BKMEA , BTMEA etc ) কেন এবং কিভাবে করতে হয়?
Export / Import License (আমদানি বা রপ্তানি লাইসেন্স) কেন এবং কিভাবে করতে হয়?
EPB( Export Promotion Bureau) রপ্তানি উন্নয়ন ব্যুরো লাইসেন্স
বয়লার ও বয়লার পরিচারকের (০১ম শ্রেনী ও ২য় শ্রেনী) রেজিস্ট্রেশন বা আবেদন সংক্রান্ত তথ্য
BERC (Bangladesh Energy Regulatory Commission) Certificate / বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সার্টিফিকেট —-Waiver Certificate , Captive Power Plant (CPP)
ABC লাইসেন্স কি , কিভাবে পাওয়া যায়
পরিবেশ ছাড়পত্র কেন ও কিভাবে নিতে হয় ?
বন্ডেড ওয়্যার হাউস লাইসেন্স কেন ও কিভাবে নিতে হয় ?
কিভাবে Walkie-Talkie এর লাইসেন্স পেতে হয়