বয়লার আমদানি ও রপ্তানির শর্ত কি ?

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বয়লার আমদানি

বয়লার আইন ২০০২ এর ধারা ১৬ অনুযায়ী ,

(১) কোনো ব্যক্তি নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের অভ্যন্তরে ব্যবহার অথবা বিক্রয়ের জন্য বয়লার আমদানি করিতে পারিবেন, যথা :-

(ক)  আমদানিকৃত বয়লার, বোর্ড কর্তৃক স্বীকৃত কোনো কোড অনুসরণ এবং বোর্ড কর্তৃক স্বীকৃত কোনো পরিদর্শনকারী প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে নির্মাণ করিতে হইবে;

(খ)  কোডে বর্ণিত ফরমে সংশ্লিষ্ট পরিদর্শনকারী প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত ‘‘পরিদর্শন সনদ’’ গ্রহণ করিতে হইবে; এবং

(গ)  ইনডেন্টরের মাধ্যমে বয়লার আমদানি করিবার ক্ষেত্রে তালিকাভুক্ত ইনডেন্টরের মাধ্যমে উহা আমদানি করিতে হইবে।

(২) উপ-ধারা (১) এ বর্ণিত শর্তাবলি প্রতিপালন ব্যতিরেকে বয়লার আমদানি করা হইলে বয়লার নিবন্ধন নামঞ্জুর করা যাইবে।

বয়লার রপ্তানি

বয়লার আইন ২০০২ এর ধারা ১৭ অনুযায়ী ,

এই আইনের অধীন নির্মিত কোনো বয়লার প্রচলিত রপ্তানি নীতি অনুসরণপূর্বক রপ্তানি করা যাইবে।

.

.

বয়লার আইন ও বিধি সংক্রান্ত প্রশ্ন ও উত্তর – Menu তে ফিরে যেতে ক্লিক করুন

বয়লার কি এবং বৃত্তান্ত – Menu তে ফিরে যেতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get 30% off your first purchase

X
error: Content is protected !!