প্রশ্নঃ বেতনের বা বার্ষিক মোট আয়ের উপর আরোপযোগ্য আয়করের পরিমাণ কত এবং কোন কর্মীর TAX Calculation কিভাবে বের করতে হয়?

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

উত্তরঃ আমারা যারা HR বা Accounts প্রফেশনে রয়েছি আমাদেরকে কোন কর্মীর বার্ষিক আয়ের উপর করযোগ্য হলে তার পরিমান বা বের করে তা করযোগ্য আয় বাবদ মাসিক বেতন থেকে কেটে রাখতে হয়। সে দৃষ্টিকোন থেকে আমি Income Tax Nirdeshika (2022-2023) . চতুর্থ ভাগ ( করদায় পরিগননা) মোট আয়ের উপর আরোপযোগ্য আয়কর অনুযায়ী তথ্যটি শেয়ার করছি এবং তা অনুযায়ী একটি Automatic TAX Calculation – MS Excel file তৈরি করেছি !!!

সাধারণভাবে, মোট আয়ের করহারের তফসিল অনুযায়ী করহার প্রয়োগ করে একজন করদাতার মোট আয়ের উপর আরোপযোগ্য আয়করের পরিমাণ  নিম্মরূপে নিরূপণ করা হয়;

ক) পুরুষ করদাতার ক্ষেত্রে  ৩,০০,০০০ টাকা পর্যন্ত আয়কর শূন্য

(খ) তৃতীয় লিঙ্গ বা মহিলা অথবা ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের পুরুষ করদাতার ক্ষেত্রে  ৩,৫০,০০০ টাকা পর্যন্ত আয়কর শূন্য

(গ) প্রতিবন্ধী  করদাতার ক্ষেত্রে  ৪,৫০,০০০ টাকা পর্যন্ত আয়কর শূন্য

(ঘ) গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা  করদাতার ক্ষেত্রে  ৪,৭৫,০০০ টাকা পর্যন্ত আয়কর শূন্য.

তাহলে একজন পুরুষ কর্মীর বার্ষিক আয় ৫০০০০০০ হলে তার TAX Calculation হিসেবের জন্য সীমাটি দাড়ায়,

প্রথম ০ টাকা  হতে ৩০০০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর করের হার হবে ০% = শূন্য.

পরবর্তী ১০০০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর করের হার হবে ০৫% = ৫০০০

পরবর্তী ৩০০০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর করের হার হবে ১০% = ৩০০০০

পরবর্তী ৪০০০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর করের হার হবে ১৫% = ৬০০০০

পরবর্তী ৫০০০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর করের হার হবে ২০% = ১০০০০০

অবশিষ্ঠ ৩৪০০০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর করের হার হবে ২৫% = ৮৫০০০০

তাহলে মোট ৫০০০০০০ টাকার জন্য আয়কর যোগ্য টাকার পরিমান হবে =১০,৪৫,০০০/-

আবার তফসিল-২৪বি – ০৪। কৃষি আয় ( আয়কর অধ্যাদেশ,১৯৮৪ এর ধারা ২৬ অনুযায়ী) উদাহরন-০৫ অনুযায়ী ,কৃষিখাত হলে , ২,০০,০০০ টাকা পর্যন্ত করমুক্ত থাকবে। যেমনঃ

কোন করদাতার আয়ের উৎস যদি শুধুমাত্র কৃষি খাত হয়ে থাকে সেক্ষেত্রে কৃষি খাতের আয় ২,০০,০০০ টাকা পর্যন্ত করমুক্ত থাকবে। অর্থাৎ যদি কোন করদাতার কৃষি খাতের আয় ব্যতীত আর কোনো খাতে আয় না থাকে তা হলে তার জন্য করমুক্ত আয়ের সীমা হবে-

(ক) ৬৫ বছরের নীচে পুরুষ করদাতার ক্ষেত্রে: (৩,০০,০০০ + ২,০০,০০০) = ৫,০০,০০০ টাকা

(খ) মহিলা করদাতা বা ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের পুরুষ করদাতার ক্ষেত্রে: (৩,৫০,০০০ + ২,০০,০০০) = ৫,৫০,০০০ টাকা

(গ) প্রতিবন্ধী ব্যক্তি করদাতার ক্ষেত্রে: ( ৪,৫০,০০০ + ২,০০,০০০) = ৬,৫০,০০০ টাকা

(ঘ) গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার ক্ষেত্রে:

(৪,৭৫, ০০০ + ২,০০,০০০) = ৬,৭৫,০০০ টাকা

উপরোক্ত বিষয়গুলো নিয়ে Automatic TAX Calculation – MS Excel file গুলো নিচে থেকে download করে নিন । যেখানে শুধুমাত্র মাসিক ও বার্ষিক আয়ের পরিমান বসালেই Automatic ভাবে পুরুষ করদাতা , তৃতীয় লিঙ্গ বা মহিলা অথবা ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের পুরুষ করদাতার, প্রতিবন্ধী  করদাতার, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা  করদাতার জন্য আলাদা আলাদাভাবে   মাসিক ও বার্ষিক করযোগ্য টাকার পরিমান দেখিয়ে দিবে।  আমি এখানে ০২ টি MS Excel file দিয়েছি যার মধ্যে একটি করে দেখানো হয়েছে অন্যটি আপনার Practice করার জন্য blank রাখা হয়েছে।

Download Automatic TAX Calculation – MS Excel file

.

.

Question: কেন বেতন কাঠামোতে মুল মজুরি হিসেব করতে আমরা ১.৫ দিয়ে ক্যালকলেশন ফর্মুলা ব্যাবহার করি?

Payroll – Menu তে ফিরে যেতে ক্লিক করুন

Article – HR – Menu তে ফিরে যেতে ক্লিক করুন

Human Resource – Menu তে ফিরে যেতে ক্লিক করুন

Get 30% off your first purchase

X
error: Content is protected !!