উত্তরঃ
বিদেশী ক্রেতার ক্রয় আদেশ মোতাবেক পণ্য প্রস্তুত করার জন্য বিক্রেতার কিছু কাঁচামালের দরকার হয়ে থাকে। সেজন্য বিদেশ থেকে প্রাপ্ত মূল এলসি, যাকে Export LC বা Master LC বা Mother LC বলা হয়, তা রপ্তানীকারকের ব্যাংকে জমা রেখে (লিয়েন রেখে) কাঁচামাল (যেমন- কাপড়, বোতাম, হ্যাংগার, সুতা ইত্যাদি) আমদানীর জন্য দ্বিতীয় অন্য এক বা একাধিক এলসি খোলা হলে তাকে Back to Back এলসি বলা হয়। এ ধরনের এলসি সাধারণ শূন্য মারজিনে খোলা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ১৯৮৩ সাল হতে রপ্তানিকারকগনকে এ সুবিধা দিয়ে আসছে। বাংলাদেশে পোষাক প্রস্তুত খাতে বিদেশ থেকে প্রাপ্ত Export LC কে ব্যাংকে লিয়েন রেখে রপ্তানীকারকদের আবেদনের প্রেক্ষিতে ব্যাংকসমূহ এ ধরণের আমদানী এলসি ইস্যু করে। এখানে মূল Export LC সিকিউরিটি বাবদ ব্যাংকে জমা থাকে। মূল রপ্তানীকারক এই এলসির আবেদনকারী। Back to Back এলসি সাধারণত Usance ভিত্তিতে ইস্যু হয়। Usance Period গুলো ৩০, ৬০, ৯০, ১২০ বা সর্বোচ্চ ১৮০ দিন পর্যন্ত হতে পারে তবে sight LC জন্য EDF loan এর সুবিধা সরকার দিয়ে রাখছে। মূল রপ্তানী এলসির বিপরীতে প্রত্যাবাসিত রপ্তানী মূল্য হতে Back to Back এলসির মূল্য পরিশোধ করা হয়। যথা সময়ে রপ্তানী মূল্য প্রত্যাবাসিত না হলে প্রয়োজনে Demand Loan সৃষ্টি করে হলেও বিটিবি এলসির।
Collected
Thanks for posting. I really enjoyed reading it, especially because it addressed my problem. It helped me a lot and I hope it will help others too.
portal about jawara88 access