জেনারেটর(Generator) ও অল্টারনেটরের (Alternator) পার্থক্য কি?

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

জেনারেটর এবং অল্টারনেটর দুটোই ইলেকট্রিক পাওয়ার তৈরি করলেও এদের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। নিচে সেগুলো তুলে ধরা হলো-

Generator Alternator
এমন একটি মেশিন যেটি Mechanical energy কে electrical DC energy তে কনভার্ট করে।এমন একটি মেশিন যেটি Mechanical energy কে electrical AC energy তে কনভার্ট করে।
এটি AC এবং DC দুই ধরনের কারেন্ট তৈরি করতে পারে।এটি শুধুমাত্র AC Current তৈরি করতে পারে।
এর magnetic field stationary বা স্থির।এর magnetic field rotating বা ঘূর্ণায়মান।
এর Rotor থেকে কারেন্টকে নেয়া হয়।এর Stator থেকে কারেন্টকে নেয়া হয়।
এর armature ঘূর্ণায়মান।এর Armature স্থির।
এটি প্রতি মিনিটে কম পরিমান ঘোরে।এটি প্রতি মিনিটে বেশি পরিমান ঘোরে।
এর থেকে কম পরিমান output পাওয়া যায়।এর থেকে বেশি পরিমান output পাওয়া যায়।
এর সাইজ বড় হয়।বেশিরভাগ alternator এর সাইজ ছোট হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get 30% off your first purchase

X
error: Content is protected !!