গার্মেন্টস ওয়াসে ব্যাবহার করা কিছু ক্যামিকেল এর নাম এবং ফাংশন

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সোডিয়াম মেটা বাই সালফাইটঃ

সোডিয়াম মেটা বাই সালফাইট ব্যাবহার করা হয় পটাশিয়াম পার মেংগানেট থেকে ফেব্রিকে নিউট্রাল করার জন্য।

ক্যাটানাইজারঃ

ক্যাটানাইজার ব্যাবহার করা হয় পিগমেন্ট ডাইং এর ক্ষত্রে মরডেন্ট হিসেবে। পিগমেন্ট ডিরেক্ট ফেব্রিকে ফিক্স হয় না এর জন্য এই ক্যামিকেল লাগে।

স্টেবিলাইজারঃ

ক্যামিকেল নেইম সোডিয়াম সিলিকেট, এটা হাইড্রোজেন পার অক্সাইডের ব্রেকিং স্লো করে পানিয় পার হাইড্রোক্সিল আয়ন এর কন্সেন্ট্রেশন কন্ট্রোল করে।

এনজাইমঃ

এনজাইম সেলুলোজের হাইড্রোলাইজেশনের ক্ষত্রে ইউজ করা হয়। এমাইলেজ এনজাইম স্টার্চ কে হাইড্রোলাইজ করে।

ডিটারজেন্টঃ

ক্যামিকেল নেইম ফ্যাটি এলকোহল পলিগ্লাইকল ইথার এর লিকুইড ফর্ম । এটা ফেব্রিক থেকে ইম্পিউরিটিজ পায়।

এসিটিক এসিডঃ

এটা গার্মেন্টস কে নিউট্রাল করার জন্য ইউজ করা হয়।

এন্টি স্টেইনঃ

এটা ডেনিমের ওয়ার্পের ইন্ডিগো কালার ব্লিড করে যেনো অয়েফট ইয়ার্নে লাগে তার জন্য এই এন্টি স্টেইন ক্যামিকেল ইউজ হয়।

সোডিয়াম হাইড্রো সালফাইটঃ

এটা গার্মেন্টস কে ক্লোরিন ব্লিচ থেকে নিউট্রাল করে।

কাস্টক সোডাঃ

কাস্টিক সোডার রোল দুটি একটা স্কাওরিং করে ওয়েল দূর করা আর ডাইং করা সেড কে ফেইডেড লুক দেয়া।

সোডা এশঃ

এটা এলকালি মিডিয়া হিসেবে কজ করে, ডাইজ ফিএক্সেশনের কাজ করে, পিগমেন্ট ডাইজ কে ফেইড করে, ব্লিচ এর সময় ইইউনিফর্ম ব্লিচ ইফেক্টস দেয়।

সোডিয়াম বাই কার্বোনেটঃ

এটা ডেনিম ব্লিচ ওয়াসের লাইট সেডের সময় বাথে ব্লিচ পাউডারের সাথে ইউজ করা হয়, আর এর জন্য দ্রুত ব্লিচ ইফেক্ট আসে। এটা কস্ট সেইভ করে।

পটাশিয়াম পার মেংগানেটঃ

পটাশিয়াম পার মেংগানেট এসিড ওয়াসের সময় ইউজ হয়, পিপি স্প্রে এর সময় ইউজ হয় এটা গার্মেন্টস কে ড্রিগেট করে হোয়াইট লুক দেয়।

হাইড্রোজেন পার অক্সাইডঃ

এটা এলকালি মিডিয়া ভেংগে পার হাইড্রোক্সিল আয়ন তৈরি করে যা সেলুলুজের ন্যাচারাল ক্রোমোফোরভকে ভেংগে ডিকালার করে সাদা করে ফেলে।

বাফারিং এজেন্টঃ

এটা ওয়াসে ইউজ করা হয় সলিউশনে pH লেভেল কন্সটেন্ট রাখার জন্য।

মাইক্রো ইমালশন সিলিকনঃ

এটা স্পেশাল ফিনিশ ক্যামিকেল যা ক্যামিকেল নাম এমিনো সিলিকন এটা ব্যাবহারে ফেব্রি স্থায়ঈ সফটনেস পায় আর, এন্টি পিলিং ইফেক্ট পায়, সফট হয়, ডাইমেনশনাল স্টেবল হয়।

.

Environment সম্পর্কিত Menu তে গিয়ে বিভিন্ন তথ্য পেতে ক্লিক করুন

ETP(Environment Treatment Plan) সম্পর্কিত Menu তে গিয়ে বিভিন্ন তথ্য পেতে ক্লিক করুন

Chemical বা রাসায়নিক সম্পর্কিত Menu তে গিয়ে বিভিন্ন তথ্য পেতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get 30% off your first purchase

X
error: Content is protected !!