কোন ফ্যাক্টরীতে দূর্ঘটনার জন্য শ্রমিক আঘাতপ্রাপ্ত হলে কিভাবে অনুসন্ধান ভিত্তিক রিপোর্ট তৈরি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুর্ঘটনার নোটিশ দিতে হয় ও পদ্ধতি কি?

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

উত্তরঃ বিধি- ৭০ (সামান্য দুর্ঘটনার নোটিস) অনুযায়ী,

প্রতিষ্ঠানে কোন দুর্ঘটনায় পতিত হইয়া আত শ্রমিক ৪৮ ঘন্টার মধ্যে কাজে যোগদান করিতে সক্ষম না হইলে এবং দুর্ঘটনার কারণে অনধিক ২০ দিন পর্যন্ত কাজে অনুপস্থিত থাকিলে উক্তরূপ, দুর্ঘটনাকে সামান্য (Minor) ঘটনা হিসাবে আখ্যায়িত করিয়া প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ফরম-২৭ অনুযায়ী দুর্ঘটনা ঘটিবার অনধিক ০২ (পূর্বে যাহা ০৭ দিন ছিল কিন্তু বিধিমালা – ২০২২ সংশোধনীতে ০৭ দিনের পরিবর্তে ০২ দিন করা হয়) দিনের মধ্যে বিধি ৬৯ এর উপ-বিধি (১) এর দফা (ক), (খ) ও (গ)-তে উল্লিখিত কর্তৃপক্ষের নিকট সংবাদ প্রেরণ করিতে হইবে।

বিধি ৬৯ এর উপ-বিধি (১) এর দফা (ক), (খ) ও (গ)-তে উল্লিখিত কর্তৃপক্ষের নিকট সংবাদ প্রেরণ করার জন্য সাধারনত দুর্ঘটনাটির কিভাবে হয়েছে তা অনুসন্ধান করার জন্য একটি অনুসন্ধান রিপোর্ট তৈরি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে (সাধারনতঃ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক পরিদপ্তর) ফরম-২৭ অনুযায়ী দুর্ঘটনার নোটিশ পূরন করে উক্ত অনুসন্ধান রিপোর্ট ও দুর্ঘটনার নোটিশ সংযুক্তি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ০২ দিনের মধ্যে সরকারী ডাকযোগে একটি অবহিতকরন চিঠি দিতে হয় ।

উক্ত অনুসন্ধান রিপোর্ট ও দুর্ঘটনার নোটিশ এবং অবহিতকরন চিঠিগুলোকে আমি একটি Microsoft Excel এ Format আকারে করেছে যেন খুবই অল্প সময়ে উক্ত প্রক্রিয়াগুলো (অনুসন্ধান রিপোর্ট ও দুর্ঘটনার নোটিশ এবং অবহিতকরন চিঠি) করা যায় ।

উক্ত Microsoft Excel Format টি পেতে নিচে download ক্লিক করুন !!!

.

.

আবার

বিধি-৭৩। দুর্ঘটনা ও বিপজ্জনক ঘটনার রেজিস্টার এবং ষাণ্মাসিক দুর্ঘটনার প্রতিবেদন।- অনুযায়ী

(১) প্রত্যেক প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাহার প্রতিষ্ঠানে সংঘটিত প্রতিটি দুর্ঘটনা ও বিপজ্জনক ঘটনার রেকর্ড ফরম-২৮ অনুযায়ী প্রস্তুতকৃত রেজিস্টারে সংরক্ষণ করিবেন এবং মালিক কর্তৃক কি প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা হইয়াছে তাহাও রেজিস্টারে সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ করিবেন।

(২) উপ-বিধি (১) এর অধীন রেজিস্টারে সংরক্ষিত তথ্য ৬ (ছয়) মাস শেষ হইবার ১৫ (পূর্বে ১০ দিন ছিল যা বিধিমালা সংশোধনী-২০২২ এ ১৫ দিন করা হয়) কর্মদিবসের মধ্যে পরিদর্শকের নিকট ষাণ্মাসিক দুর্ঘটনার তথ্য প্রতিবেদন আকারে দাখিল করিতে হইবে।

.

.

Medical সংক্রান্ত বিস্তারিত

Injury / Accident / Disease সংক্রান্ত প্রশ্ন ও উত্তর

মাসিক ও বাৎসিরক ভিত্তিতে ফ্যাক্টরীতে শ্রমিকগনের Sick & Injury Analysis ভিত্তিক Automatic format

3 thoughts on “কোন ফ্যাক্টরীতে দূর্ঘটনার জন্য শ্রমিক আঘাতপ্রাপ্ত হলে কিভাবে অনুসন্ধান ভিত্তিক রিপোর্ট তৈরি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুর্ঘটনার নোটিশ দিতে হয় ও পদ্ধতি কি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get 30% off your first purchase

X
error: Content is protected !!