এক্সপোর্ট প্রমোশন ব্যুরো (ইপিবি) এর দায়িত্ব ও কার্যাবলী (আইনঅনুযায়ী) কি?

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

১. দেশের রপ্তানি উন্নয়নের লক্ষ্যে সরকারি-বেসরকারি উভয় খাতের জন্য কার্যকর ও পর্যাপ্ত অর্থনৈতিক ও সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সরকারকে পরামর্শ প্রদান;

২. দেশের সম্ভাবনাময় রপ্তানিযোগ্য পণ্য অন্বেষণ, উহাদের সম্ভাবনা পরীক্ষণ এবং সকল রপ্তানি পণ্যের মান নিয়ন্ত্রণ নিশ্চিতকরণে সহায়তা প্রদান;  

৩.  জাতীয় রপ্তানি খাতের অর্জন এবং অগ্রগতি পর্যবেক্ষণ, রপ্তানি গতিধারা (Export Trend) মনিটরিং এবং প্রতিবেদন প্রণয়ন, রপ্তানি তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ ও বিতরণ; 

৪. দেশের সরকারি-বেসরকারি সংস্থাসমূহ কর্তৃক রপ্তানির জন্য গৃহিত বিভিন্ন প্রচেষ্টার সমন্বয় সাধন এবং এ ধরনের প্রতিষ্ঠানের বিদেশে রপ্তানি বাণিজ্যে অংশগ্রহণের সক্ষমতা অর্জন বা রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পরামর্শ, তথ্য ও সহায়তা প্রদান;

৫. দেশের কাঁচামাল/আধা-প্রস্তুত পণ্য/প্রস্তুতকৃত পণ্যের রপ্তানি সম্প্রসারণের লক্ষ্যে বাজার অন্বেষণ এবং পর্যবেক্ষণ;

৬. বিদেশে শিল্প, বাণিজ্য ও রপ্তানি মেলা বা প্রদর্শণীর আয়োজন এবং অংশগ্রহণের ব্যবস্থা গ্রহণ;

৭. দেশের অভ্যন্তরে বাণিজ্য এবং রপ্তানি মেলা আয়োজন; 

৮. বিদেশে দেশি পণ্যের প্রচারণার আয়োজন এবং এতদুদ্দেশ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ;

৯. প্রশিক্ষণ/জরিপ/পরীক্ষণ/কারিগরি গবেষণা পরিচালনা অথবা অন্য কোন সংস্থা কর্তৃক প্রদত্ব এই ধরণের  জরিপ/পরীক্ষণ/কারিগরি গবেষণার ব্যয় নির্বাহে সহায়তাকরণ;

১০. দেশের রপ্তানি বাণিজ্য সংশ্লিষ্ট অন্যান্য আনুষঙ্গিক কার্য এবং সরকার কর্তৃক আরোপিত/নির্দেশিত অন্যান্য কার্য সম্পাদন। 

৬.  বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন সংস্থাসমূহের (TPOs) সাথে সহযোগিতা বৃদ্ধি ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get 30% off your first purchase

X
error: Content is protected !!