বয়লার আইন ১৯২৩ অনুযায়ী ‘‘বয়লার’’ অর্থ ২২.৭৬ লিটারের অধিক ক্ষমতা বিশিষ্ট কোন বদ্ধ আধার বা পাত্র যাহা চাপের (pressure) মাধ্যমে কেবল বাষ্প উৎপাদন কার্যে ব্যবহৃত হয় এবং সেইসাথে উক্ত আধার বা পাত্রের সহিত সংযুক্ত কোন উত্তোলন যন্ত্র অথবা অন্য কোন ফিটিংস যাহা বাষ্প বন্ধ হইবার সময় সম্পূর্ণ বা আংশিকভাবে চাপযুক্ত থাকে।
বয়লার ও বয়লার পরিচারকের রেজিস্ট্রেশন বা আবেদন সংক্রান্ত তথ্য
বয়লার লাইসেন্স কেন ও কিভাবে করা হয়?
.
মূল Menu (Maintenance & electrical) তে ফিরে যেতে