কোন শ্রমিক মৃত্যুবরণ করলে তাহার বীমা দাবি/কেন্দ্রীয় তহবিল হতে মৃত্যুজনিত ক্ষতিপূরণ দাবির জন্য নিম্নলিখিত ডকুমেন্টগুলি প্রয়োজন হয়ঃ
১। ডাক্তার কর্তৃক প্রদত্ত ডেট সার্টিফিকেট এর মূল কপি।
২। চেয়ারম্যান/পৌরসভার কমিশনার কর্তৃক প্রদত্ত অনলাইন মৃত্যু সনদ এর মূল কপি ।
৩। মৃত শ্রমিকের উত্তরাধিকারী কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্র। (চেয়ারম্যান/কমিশনার কর্তৃক সত্যায়িত)।
৪। মৃত শ্রমিকের সার্ভিস বুক।
৫। মৃত শ্রমিকের জব কার্ড।
৬। মৃত শ্রমিকের এনআইডি কার্ডের কপি।
৭।মৃত শ্রমিকের উত্তরাধিকারীর এনআইডি কার্ডের কপি।
৮। উত্তরাধিকারির ব্যাংক হিসাবের তথ্য (যাহার মাধ্যমে বীমা/কেন্দ্রীয় তহবিল হতে ( টাকা প্রদান করা হবে)।
৯। মৃত শ্রমিকের উত্তরাধিকারীগণের ওয়ারিশ কায়েম সার্টিফিকেট (চেয়ারম্যান/ কমিশনার কর্তৃক প্রদত্ত)।
১০। প্রতিষ্ঠান কর্তৃক উক্ত শ্রমিকের মৃত্যুর ব্যাপারে প্রদত্ত প্রত্যয়ন পত্র।
১১। উক্ত শ্রমিক যদি প্রতিষ্ঠানের অভ্যন্তরে দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুবরণ করে তাহলে তদন্ত কমিটির প্রতিবেদনের কপি।
১২। শ্রমিক নিয়োগ পত্রের কপি।
বি.দ্রঃ
(১) উপরোক্ত কাগজপত্র কেন্দ্রীয় তহবিল অথবা বীমা প্রতিষ্ঠানে প্রদানের পূর্বে, শ্রমিক মৃত্যুবরণ করেছে এ মর্মে অবগতিপত্র যত দ্রুত সম্ভব বীমা কোম্পানি অথবা কেন্দ্র তহবিলের ট্রাস্টি বোর্ড বরাবর প্রতিষ্ঠানের প্যাডে লিখিতভাবে জানাইতে হইবে হইবে।
(২) সকল কাগজের একটি কপি মৃত্যু শ্রমিকের পার্সোন্যাল ফাইলে সংরক্ষণ করিতে হইবে।