The article post from Khandaker T Ahmed sir
Answer : “২৫% উৎসে কর্তন” কথাটা কি এমন হবে, নাকি সর্বোচ্চ ২৫% উৎসে কর্তন হবে।
আসলে শব্দটি হবে উৎসে “সর্বোচ্চ ২৫% কর্তন” হবে।
আগে জানা প্রয়োজন গ্র্যাচুয়িটিতে উৎসে কর্তন করার শর্ত কিভাবে যুক্ত হল।
অর্থ আইন ২০২০ এর ধারা-৫১(খ) অনুযায়ী ষষ্ঠ তফসিলে পার্ট-এ এর ২০ অনুযায়ী একটি সংশোধনী আনা হয়।
যেখানে বলা হয়, করদাতা যদি সরকার বা অনুমোদিত গ্র্যাচুয়িটি ফান্ড থেকে ২ কোটি ৫০ লক্ষ টাকা আয় করেন তবে তা করমুক্ত থাকবে।
কিন্তু ২০২০ সালের সংশোধনের পূর্বে গ্র্যাচুয়িটি ফান্ড অননুমোদিত থাকলেও ২ কোটি ৫০ লক্ষ টাকার উপরে করমুক্ত সুবিধা পাওয়া যেত কিন্তু সংশোধনীর কারনে অননুমোদিত গ্র্যাচুয়িটি ফান্ডের টাকার উপরে কর দিতে হবে এবং সেটা যেকোন পরিমান হোক না কেন।
এবার আসেন কিভাবে উৎসে সর্বোচ্চ ২৫% কর্তন হবে?
অর্থ আইন ২০২০ এর কোথাও বলা নেই, অননুমোদিত গ্র্যাচুয়িটি ফান্ডের উৎসে কত % হারে কর্তন করতে হবে।
তাই বিষয়টি একটু জটিলতা সৃষ্টি করেছে। তবে আয়কর অধ্যাদেশের ধারা-২(৫৮) এর বেতনের সংজ্ঞা অনুযায়ী গ্র্যাচুয়িটিকে বেতনের অংশ হিসাবে বিবেচনা করা হয়েছে।
আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা-৫০ অনুযায়ী বেতনের প্রদানের ক্ষেত্রে উৎসে কর্তনের কথা বলা হয়েছে। তার অর্থ হল ধারা-৫০ এর নিয়ম অনুযায়ী গ্র্যাচুয়িটি ফান্ডের অর্থের উৎসে কর্তন করতে হবে।
২০২০ সালের অর্থ আইনে ব্যক্তি পর্যায়ে সর্বনিম্ন কর হার ১০% থেকে কমিয়ে ৫% করা হয়েছে এবং সর্বোচ্চ কর হার ৩০% থেকে কমিয়ে ২৫% করা হয়েছে।
যার ফলে যদি প্রতিষ্ঠান ধারা-৫০ অনুযায়ী অনুমোদিত মোট আয়ের গড় হারের সমানভাবে কর কর্তন করলে সর্বোচ্চ ২৫% হারে ব্যক্তি পর্যায়ে উৎসে কর্তন করা যাবে।
এই জন্যই ২৫% না বলে, সর্বোচ্চ ২৫% বললে বিষয়টিতে জটিলতা কমবে।