কারেন্টঃ কারেন্ট হলো পদার্থের মধ্যকার মুক্ত ইলেকট্রনসমূহ কোন নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকে কারেন্ট বলে। কারেন্টের প্রতীক I (আই)। এবং একক Ampere (অ্যাম্পিয়ার), সংক্ষেপে ‘A’ লেখা হয়। কারেন্ট পরিমাপের যন্ত্রের নাম Ampere Meter (অ্যাম্পিয়ার মিটার)।
কারেন্ট কত প্রকার?
কারেন্ট সাধারনত দুই প্রকার।
(i) AC (এসি)(Alternative Current) কারেন্ট।
(ii) DC (ডিসি) (Direct Current)। কারেন্ট।
(i) AC (এসি) (Alternative Current) কারেন্ট
যে কারেন্টের দিক সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় তাকে অল্টারনেটিং কারেন্ট (AC) বলে।
(ii) DC (ডিসি) কারেন্ট (Direct Current)
কারেন্ট কাকে বলে,ডিসি (DC)- পূর্ন অর্থ হলো ডিরেক্ট কারেন্ট । অর্থাং সময়ের সাথে যে কারেন্টের মানের কোন পরিবর্তন হয় না , তাকে ডিসি কারেন্ট বলে । টর্চ লাইটে পাচ ভোল্টের ব্যাটারী যে বিদ্যুৎ দিয়ে থাকে তা হল ডিসি কারেন্ট।
диплом о среднем специальном образовании купить