Answer:
কারখানার কিছু কম্প্লায়েন্স ইস্যু
1.কারখানার বহির্গমন পথের দুরত্ব শ্রমিকের কাজের স্থান হইতে সর্বোচ্চ 50 মিটার। বিধি-54(2)
2. কোন স্থানে 20 জনের অধিক লোক কাজ করিলে দুইটি করিয়া বহির্গমন পথ থাকিতে হইবে। বিধি-54(1)
3.বহির্গমন পথের প্রস্থ 1.15মিটার এবং উচ্চতা 2.00 মিটারের কম হইতে পারবে না। বিধি-54(2)
4.কারখানার বহির্গমন সিড়ি হ্যান্ড রেইল যুক্ত হবে এবং হ্যান্ড রেইল তাপ অপরিবাহী এবং অগ্নিপ্রতিরোধক পদার্থ দ্বারা তৈরী করতে হবে। বিধি-54(4)
5. ছয় তলা বিশিষ্ট কোন ভবনের কোন সিড়ি 1.15 মিটারের কম প্রশস্থ হইবে না। বিধি-54(7)
6.ছয় তলার অধিক উচ্চতাসম্পন্ন ভবনের সিড়ি 2.00 মিটারের কম প্রশস্থ হইবে না। বিধি-54(7)
7.বহুতল বিশিষ্ট কারখানা ভবনের ক্ষেত্রে বি. এন. বি.সি নীতিমালা অনুনরন করতে হইবে। বিধি-54(7)
8.বাংলাদেশ শ্রম বিধিমালা 2015 জারির আগে যে সকল বহুতল বিশিষ্ট কারখানা ভবন নির্মিত হইয়াছে সেসব কারখানার সিড়ির প্রশস্থতা কোনক্রমেই 1.15 মিটারের কম হইবে না। বিধি-54(7)
9.পুরাতন অবকাঠামোজনিত কারনে যেখানে সিড়ির প্রশস্থতা বাড়ানোর সুযোগ নেই সেই ক্ষেত্রে সিড়ির প্রশস্থতা 0.82মিটারের কম হইবে না। বিধি-(54(7)
10) কোন সিড়ি সমতল হইতে 45 ডিগ্রি কোনের অধিক কৌনিক দুরত্বে নির্মান করা যাইবে না।বিধি-54(6)
11) প্রতি 100 জন শ্রমিকের জন্য একটি করে পৃথক আবর্জনা ও পিকদানি বাকস রাখতে হবে। বিধি-52(1) এর ক
12.পিকদানি গুলো প্রতি 7দিনে একবার খালি করে পরিষ্কার করতে হবে। বিধি-52 (1) এর গ
13.) কোন প্রতিষ্ঠানে 250 জনের অধিক শ্রমিক কাজ করিলে প্রতি বৎসর 1লা এপ্রিল হইতে 30 সেপ্টেম্বর পর্যন্ত ক্যান্টিন, খাবারঘর ও বিশ্রামঘরে পান করার পানি ঠান্ডা করে সরবরাহ করতে হবে। বিধি-50(6)
14) বহির্গমন সিড়িতে পর্যাপ্ত বায়ু চলাচল ও আলোর ব্যবস্থা থাকতে হইবে এবং কাজ চলাকালীন সময়ে বন্ধ বা তালাবদ্ধ রাখা যাবে না। বিধি-54(9)
15) প্রত্যক ফ্লোরে নুন্যতম একটি গ্রীল বিহীন জানালা থাকতে হবে। বিধি-54(10)
16) প্রত্যেক প্রতিষ্ঠানের প্রতি তলায় প্রতি 1000 বর্গমিটার এলাকার জন্য 200 লিটার ধারন ক্ষমতাসম্পন্ন পানি ভর্তি একটি ড্রাম এবং 10 লিটার ধারন ক্ষমতা সম্পন্ন চারটি করে ধাতব পদার্থ দ্বারা নির্মিত লাল রঙের খালি বালতি ঝুলন্ত অবস্থায় রাখতে হবে। বিধি- 55(1)
17) কোন প্রতিষ্ঠানে যদি হাইড্রেন্ট বা স্পিংলার থাকে তাহলে এই নিয়ম প্রযোজ্য নয়। বিধি-55(1) এর গ
18) প্রত্যেক ভবনের প্রতি 850 বর্গমিটার স্থানের জন্য প্রতি তলায় হোজ রিল স্থাপন করতে হবে। বিধি-55(1) এর ঘ
19) প্রতি 90 বর্গমিটার স্থানের জন্য একটি করিয়া ড্রাই ক্যামিকেল পাউডার অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপন করতে হবে। বিধি- 55 (2)
20) অগ্নি নির্বাপক যন্ত্রের তলদেশ ফ্লোর হইতে 1000 মিলিমিটার উপরে স্থাপন করতে হবে। বিধি-55(7) এর ঘ
21) ভবনের প্রত্যেক ফ্লোরে সহজে দেখা যায় এমন স্থানে ইভাকুয়েশন প্ল্যান স্থাপন করতে হবে। বিধি-55(8)
22) প্রতিষ্ঠানের প্রত্যক বিভাগে কর্মরত শ্রমিকদের কমপক্ষে 18% শ্রমিককে অগ্নিনির্বাপন, জরুরি উদ্ধার, প্রাথমিক চিকিৎসা এবং বহনযোগ্য অগ্নিনির্বাপন যন্ত্রের ব্যবহার সম্পর্কে প্রশিক্ষন প্রদান করতে হবে। বিধি-55(10)
23) (ক)- অগ্নিনির্বাপক দল: হলুদ রঙের এপ্রোন পিছনে লাল রঙে ’আগুন’ লেখা থাকবে। বিধি 55(11)(খ) উদ্ধারকারী দল:- হলুদ রঙের এপ্রোন পিছনে লাল রঙে উদ্ধার লেখা থাকবে। বিধি 55(11)(গ) প্রাথমিক চিকিৎসাদল :-সাদা রঙের এপ্রোন পিছনে লাল রঙ এ প্রাথমিক চিকিৎসা লেখা থাকবে। বিধি-55(11)
24) কমপক্ষে 500 জন শ্রমিক থাকিলে কোন কারখানায় ফায়ার সেফটি অফিসার লাগবে। বিধি-55(12)
25) প্রতি ছয় মাসে অন্তত একবার অগ্নিনির্বাপন ও অগ্নিমহড়ার আয়োজন করতে হবে। বিধি-55(14)
26) অগ্নি মহড়া আয়োজনের কমপক্ষে 15 দিন আগে যেই এলাকায় কারখানা বা প্রতিষ্ঠান অবস্থিত সেই এলাকার পরিদর্শক ও নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশনকে লিখিত ভাবে জানাতে হবে। বিধি-55(14)
27) প্রত্যেক প্রতিষ্ঠানে আগুন নেভানোর জন্য 5000 লিটার ধারন ক্ষমতা সম্পন্ন একটি জলাধার এর ব্যবস্থা করতে হবে। বিধি-55(15)
Collected
Compliance – Questions and Answers Menu তে ফিরে যেতে