Answer: যে কোন পোশাক (Garments) তৈরির জন্য শুধু Fabric ই মূল উপাদান নয়। Fabric ছাড়াও এমন কিছু উপাদান (Material) রয়েছে যা garments এর বিভিন্ন অংশ জোড়া লাগাতে, শক্ত করতে, ধরে রাখতে, সৌন্দর্য বৃদ্ধিতে এবং ক্রেতাদের মনোযোগ আকর্ষণের জন্য ব্যবহৃত হয়। আর এসব উপাদান Trims এবং Accessories নামে পরিচিত।
গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে Trims and Accessories অতি পরিচিত দুটি শব্দ। অনেক সময় আমরা কোনটি Trims এবং কোনটি Accessories তা আলাদা করতে বলতে পারিনা। কিন্তু এই লেখাটি পড়লে আপনারা সেই Confusion টা পুরোপুরি দূর হয়ে যাবে বলে আমি আশাবাদী।
Trims কি?
Trims হল fabric ব্যাতীত কোন গার্মেন্টস এর সেই সকল উপাদান যা গার্মেন্টস ব্যবহারের সময় fabric এর সাথে সর্বদা লেগে থাকে। যেমনঃ Thread, Button, Zipper, Piping, Bow, Label, Interlining, Hook, Velcro, Rivet, Interlining ইত্যাদি।
Trims দুই প্রকারঃ
১। Visible Trims – যে trims গার্মেন্টস এর বাহির থেকে দেখা যায়। যেমনঃ Button, Zipper, Bow ইত্যাদি।
২। Invisible Trims – যে trims গার্মেন্টস এর বাহির থেকে দেখা যায়। যেমনঃ Interlining, Elastic, Piping Cord ইত্যাদি।
Accessories কি?
Accessories হল fabric ব্যাতীত কোন গার্মেন্টস এর সাথে সম্পর্কিত সেই সকল উপাদান যা গার্মেন্টস পরিধানের সময় ব্যবহারকারী সেগুলো ব্যবহার করে না। এগুলো গার্মেন্টস এর তথ্য, পরিবহন, সুরক্ষা, ক্রেতাদের আকর্ষণ ও সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহৃত হয়। যেমনঃ Hanger, Carton, Poly Bag, Sticker, Tag ইত্যাদি।
Trims এবং Accessories এর মধ্যে পার্থক্য কি?
বিষয় | Trims | Accessories |
সংজ্ঞা | কোন Garments (পোশাক) এর যে সকল উপাদান সবসময় ঐ Garments এর সাথে লেগে থাকে তাদেরকে Trims বলে। | কোন Garments (পোশাক) এর যে সকল উপাদান Garments টি পরিধানের সময় ব্যবহার করে না সেই সকল উপাদানকে Accessories বলে। |
ব্যবহারের উদ্দেশ্য | গার্মেন্টস এর গুণগত মান বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়। | মূলতঃ গার্মেন্টস এর বাহ্যিক সৌন্দর্য্য ও সুরক্ষার জন্য ব্যবহৃত হয়। |
সর্বশেষ ব্যবহার | Trims সবসময় গার্মেন্টস এর সাথে লেগে থাকে। | গার্মেন্টস ব্যবহারের সময় Accessories ব্যবহার করা হয় না। |
উদাহরণ | Thread, Button, Zipper, Bow, Hook, Velcro, Rivet, Interlining, Piping, Label ইত্যাদি। | Hanger, Carton, Poly Bag, Sticker, Tag ইত্যাদি। |
Collected
স্টোর ডিপার্টম্যান্টে ফিরে যেতে ক্লিক করুন