Question : LL.B অর্থ কি?

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Answer:

এলএল.বি আমাদের নিকট অতি পরিচিত একটি শব্দ। যারা আইন বিষয়ে লেখাপড়া করেন বা করেছেন তারা তো বটেই, এমনকি যারা আইন বিষয়ে লেখা পড়া করেন নি বা করেন না তারাও এই শব্দের সাথে পরিচিত। কিন্তু দুঃখের বিষয় হলো অধিকাংশ ব্যক্তি LL.B এর সঠিক অর্থ জানেন না।
অনেকে আবার-  কোথায় ফুল স্টপ (.) হবে তাও জানেন না।
যেমন : কেউ বলেন- LLB, কেউ বলেন- L.L.B. কেউ বলেন- L.L.B  কেউ বলেন- L.LB  কেউ বলেন- LL.B. কিন্তু এ সবই ভুল। 
সঠিক হলো- LL.B [শুধু দ্বিতীয় L এর পরে ফুল স্টপ (.) হবে।] 
যারা আইন পড়েন বা পড়েছেন তাদেরকে প্রশ্ন করা হলে অনেকেই জবাব দিয়ে থাকেন- LL.B হলো Bachelor of Laws এর সংক্ষিপ্ত রূপ।
এখানে দুইটি প্রশ্ন আসে-
👉প্রথম প্রশ্ন : LL.B যদি Bachelor of Laws এর সংক্ষিপ্ত রূপ হয় তাহলে দুইটি L  লেখা হয় কেন? 
👉দ্বিতীয় প্রশ্ন : প্রথম L এর পরে ফুল স্টপ (.) নেই কেন?
প্রথম প্রশ্নের উত্তর : Law শব্দটি এসেছে ল্যাটিন Lex থেকে যার অর্থ হলো- আইন। Lex এর বহুবচন হলো Legum যার অর্থ আইনসমূহ।
Bachelor শব্দটি এসেছে ল্যাটিন শব্দ Baccalaureus থেকে যার অর্থ হলো- আইনসমূহ।
অর্থাৎ Bachelor of Laws এসেছে ল্যাটিন Legum Baccalaureus থেকে যার অর্থ- “আইন বিষয়ে স্নাতক।”
ল্যাটিন নিয়ম অনুযায়ী একবচনমূলক শব্দের সংক্ষিপ্ত রূপ লেখার জন্য উক্ত শব্দের প্রথম অক্ষর ১ বার লিখতে হয়, যা অধিকাংশ ক্ষেত্রে বাংলা বা ইংরেজিতেও একই নিয়ম।
কিন্তু ল্যাটিন বহুবচনমূলক শব্দের সংক্ষিপ্ত রূপ লেখার জন্য উক্ত শব্দের প্রথম অক্ষর ২ বার লিখতে হয়।
Legum একটি বহুবচনমূলক শব্দ। এর প্রথম অক্ষর এল। কাজেই Legum এর সংক্ষিপ্ত রূপ লেখার জন্য LL লিখতে হয়।
দ্বিতীয় প্রশ্নের উত্তর : দুইটি এল (LL) দিয়ে মূলত একটি শব্দ Legum বোঝানো হয়। যার ফলে প্রথম L এর পরে ফোটা হয় না। প্রথম L এর পরে ফোটা দেওয়া হলে দুইটি শব্দ বোঝাবে।
অর্থাৎ LL.B মূলত ল্যাটিন Legum Baccalaureus এর সংক্ষিপ্ত রূপ। ইংরেজিতে যাকে আমরা Bachelor of Laws হিসেবে জানি। 
🔴একইভাবে LL.M বলতে আমরা Master of Laws বুঝি। 
Master of Laws এসেছে ল্যাটিন Legum Magister থেকে। যার অর্থ হলো- “আইন বিষয়ে পণ্ডিত।” Legum Magister এর সংক্ষিপ্ত  রূপ হলো LL.M

.

সংগ্রহীত


মোঃ শরিফুল ইসলাম লেকচারার,

গাজীপুর সেন্ট্রাল ল কলেজ এলএলবি ও এলএলএম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা, জজ কোর্ট 

পরিচালকঃ Virtual Law College

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get 30% off your first purchase

X
error: Content is protected !!