Answer:
১) সকল গার্মেন্টস তৈরী ফ্যাক্টরীর একটি অটোমেটিক ফায়ার এলার্ম সিস্টেম থাকতে হবে যা স্বমন্বয় হবে তিনিটি ডিভাইসের মাধ্যমে: ক) স্মোক ডিটেকন্টর খ) হিট ডিটেক্টর এবং গ) স্প্রিংকলার ওয়াটার ফ্লো ডিভাইস।
২) যদি স্প্রিংকলার সিস্টেমের মাধ্যমে সকল ফেøার কে আওতায় আনা হয় তবে স্মোক এবং ফায়ার ডিটেকশন সিস্টেমের প্রয়োজন নেই।
৩) ফায়ার এলার্ম সিস্টেমের বেসিক উপাদান কি কি:
Alarm Initiation Devices
Details Notification Appliances
Details Manual Fire Alarm Boxes
Click Here Bells Click Here
Water flow initiating Devices Click Here Horns Click Here Heat Detectors Click Here Speakers
Click Here Smoke Detectors Click Here Sirens Click Here Radiant Energy Sensing Fire Detectors Click Here Strobes Click Here
Other Fire Detectors Combination units Click Here Fire Alarm Control units Details Batteries
Details Conventional Fire alarm System Click Here Standby Power Click Here
Addressable Fire Alram System Click Here
Annunciation Panel
Click Her
Cables
Fo
৪) স্মোক ডিটেকশন এবং ফায়ার এলার্ম সিস্টেম কোথায় লাগাতে হবেঃ ২৩ মিটার বা ৭৫ ফিট উচ্চতার নিচে যে কোনো বিল্ডিংএ ফায়ার এলার্ম সিস্টেম প্রতিস্থাপন করতে হবে। ২৩ মিটার বা ৭৫ ফিট উচ্চতার অধিক হলে স্প্রিংকলার লাগাতে হবে।
৫)স্মোক ডিটেকশন এবং ফায়ার এলার্ম সিস্টেম প্রতিস্থাপনের নিয়মঃ একজন সাপ্লায়ার কে অবশ্যই বি.এন.বি.সি সেকশন-০৪ এর ৪.৪ এবং এন.এফ.পি.এ ৭২ এর গাইড লাইন অনুযায়ি এই সিস্টেম প্রতিস্থাপন করতে হবে।
৬)স্মোক ডিটেকশন এবং ফায়ার এলার্ম সিস্টেম ডিজাইনঃ এন.এফ.পি.এ ৭২ এর গাইড লাইন অনুযায়ি একজন সাপ্লায়ার কে এর ডিজাইন তৈরী করতে হবে। একর্ড ফলোআপ অডিট এর সময় এন.এফ.পি.এ ৭২গাইড লাইন অনুযায়ি সম্পূর্ণ সিস্টেম প্রতিস্থাপন করা হয়েছে কিনা তা চেক করা হবে।
তবে একর্ড এর নিয়মানুযায়ি, স্মোক ডিটেকশন এবং ফায়ার এলার্ম সিস্টেম ডিজাইন প্রতিস্থাপনের পূর্বে একর্ড টিম কর্তৃক পরিক্ষা-নিরীক্ষা করে তাদের কর্তৃক অনুমোদন পূর্বক কারখানায় প্রতিস্থাপনের পরার্মশ দেওয়া হয়েছে। অতএব, কোনো সাপ্লায়ারের কাছে কার্যাদেশ প্রদানের পূর্বে একর্ড কর্তৃক ডিজাইন অনুমোদন পূর্বক তা প্রদান করা উচিত।
উল্লেখ্য যে, স্মোক ডিটেকশন এবং ফায়ার এলার্ম টি কোনো একটি সম্পূর্ণ বিল্ডিং এ একসাথে শুনা জেতে হবে, যেন সকল ফ্লোরের লোকজন একসাথে বিল্ডিং থেকে বেরিয়ে যেতে পারে। আংশিক এলার্ম নোটিফিকেশন কোনোভাবেই গ্রহনযোগ্য নয় এবং উক্ত সিস্টেম থাকলে তা একর্ড নিয়মানুযায়ি পণরায় প্রতিস্থাপন করতে হবে।
৭) স্মোক ডিটেকশন এবং ফায়ার এলার্ম সিস্টেম প্রতিস্থাপনের পরবর্তী করনীয়ঃ সাপ্লায়ার কর্তৃক প্রতিস্থাপনের পর সম্পূর্ণ সিস্টেম টি এন.এফ.পি.এ ৭২গাইড লাইন অনুযায়ি চেক করতে হবে এবং উক্ত গাইড লাইন অনুযায়ি চেকিং এর সম্পূর্ণ ডকুমেন্টস একর্ড কর্তৃপক্ষের নিকট প্রদান করতে হবে। উক্ত চেকিং ডকুমেন্টস এর উপর ভিত্তি করে একর্ড পূণরায় সিস্টেম টির ফাইনাল টেস্টিং এবং অডিট সম্পন্ন করবে। যদি উক্ত প্রক্রিয়ার কোথাও অসম্পূর্ণ থাকে, তবে একর্ড অডিট ব্যর্থ তথা পুরো পদ্ধতি টি না জেনে স্মোক ডিটেকশন এবং ফায়ার এলার্ম সিস্টেম প্রতিস্থাপনের কঠিন মাশুল দিতে হবে।
৮) এন.এফ.পি.এ ৭২গাইড লাইন অনুযায়ি উক্ত স্মোক ডিটেকশন এবং ফায়ার এলার্ম সিস্টেমটি নিকটস্থ ফায়ার সার্ভিস স্টেশনের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করা থাকতে হবে যেন কোনো ধরনের দূর্ঘটনা ঘটার সাথে সাথে নিকটস্থ ফায়ার সার্ভিস স্টেশন জানতে পারে।
কিন্তু যতদিন তা করা সম্ভব না হবে, একজন নিয়োজিত ব্যক্তি উক্ যোগাযোগ রক্ষার জন্য নির্ধারন করা থাকতে হবে। নিয়োজিত ব্যক্তির কর্তব্য স্থলে অবশ্যই সেন্ট্রাল ফায়ার/ স্মোক ইন্ডিকেটর থাকতে হবে।
..
.
.
HR ( Human Resource) এর মুল Menu তে ফিরে যেতে ক্লিক করুন
ছুটি বিষয়ক সকল প্রশ্ন ও উত্তর – Menu তে যেতে ক্লিক করুন
মাতৃত্বকালীন বিষয়ক সকল প্রশ্ন ও উত্তর – Menu তে যেতে ক্লিক করুন
সার্ভিস বেনিফিট ও চাকুরী সংক্রান্ত প্রশ্ন ও উত্তর -Menu তে ফিরে যেতে এখানে ক্লিক করুন
মজুরী সংক্রান্ত সকল প্রশ্ন ও উত্তর এ ফিরে যেতে এখানে ক্লিক করুন
ফান্ড , বিমা এবং তহবীল সংক্রান্ত প্রশ্ন ও উত্তর -Menu তে ফিরে যেতে এখানে ক্লিক করুন
শ্রম আইন ভিত্তিক অন্যান্য প্রশ্ন ও উত্তর এবং বিশ্লেষন Menu তে ফিরে যেতে ক্লিক করুন