Question: বিদেশী কর্মীরা শ্রম আদালতে মামলা করতে পারবে কি না এবং শ্রম আইনের সুবিধা পাবে কি না?

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Answer: বিষয়টা জটিল মনে হলেও, উত্তরটি অনেক সোজা।
বিদেশী কর্মীরা বাংলাদেশে অবস্থানের সময়ে বাংলাদেশের আইনের শত ভাগ আশ্রয় পাবে।
তার অর্থ হল বাংলাদেশ শ্রম আইনের সকল সুযোগ সুবিধা পাবেন এবং শ্রম আদালতে মামলা করতে পারবেন।


প্রশ্ন হল বাংলাদেশের কোন আইনে এটা বলা আছে?
এটা বাংলাদেশের সংবিধানের ৩১ নং অনুচ্ছেদে বলা আছে।


“আইনের আশ্রয়লাভ এবং আইনানুযায়ী ও কেবল আইনানুযায়ী ব্যবহারলাভ যে কোন স্থানে অবস্থানরত প্রত্যেক নাগরিকের এবং সাময়িকভাবে বাংলাদেশে অবস্থানরত অপরাপর ব্যক্তির অবিচ্ছেদ্য অধিকার এবং বিশেষতঃ আইনানুযায়ী ব্যতীত এমন কোন ব্যবস্থা গ্রহণ করা যাইবে না, যাহাতে কোন ব্যক্তির জীবন, স্বাধীনতা, দেহ, সুনাম বা সম্পত্তির হানি ঘটে।”


আইনের আশ্রয়-লাভের অধিকার ৩১ নং অনুচ্ছেদে বলা আছে সাময়িকভাবে বাংলাদেশে অবস্থানরত ব্যক্তিগত আইনের আশ্রয় নিতে পারবেন।


তাই বাংলাদেশ শ্রম আইনের কোন সুযোগ সুবিধা থেকে কোন কর্মী বঞ্চিত হলে তিনি ধারা-৩৩, ১৩২ বা ২১৩ ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

Collected from Khandaker T ahmed sir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get 30% off your first purchase

X
error: Content is protected !!