Answer:
মুনাফা ভাগাভাগি ক্ষেত্রে প্রতিষ্ঠানসমূহকে ৪ ভাগে ভাগ করা হয়েছেঃ
১. যে প্রতিষ্ঠানের মোট পরিশোধিত মূলধনের পরিমান কোন হিসাব বছরে অন্যূন ১ কোটি টাকা হয়।
অথবা
২. যে প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদের মূল্য কোন বছরে ২ কোটি টাকা হয়।
অথবা
৩. শতভাগ রপ্তানীমুখী প্রতিষ্ঠানের জন্য আলাদা সেক্টরভিত্তিক কেন্দ্রীয় তহবিল গঠন করা হবে।
অথবা
৪. শতভাগ বৈদেশিক মুদ্রা বিনিয়োগকারীর জন্য আলাদা সেক্টরভিত্তিক কেন্দ্রীয় তহবিল গঠন করা হবে।
বাংলাদেশ শ্রম আইনের ধারা-২৩২ অনুযায়ী উপরোক্ত ১ এবং ২ নং শর্তের কোন একটি যদি কোন প্রতিষ্ঠান পূর্ন করে থাকেন এবং মুনাফা অর্জন করে থাকেন।
তবে উক্ত প্রতিষ্ঠানকে তার মুনাফার ৫% কর্মীদের সাথে ভাগাভাগি করতে হবে।
উপরোক্ত ৩ নং প্রতিষ্ঠানসমূহের জন্য ইতিমধ্যে সরকার একটি কেন্দ্রীয় তহবিল গঠন করেছে এবং ০.০৩% হারে টাকা প্রতিষ্ঠানের কাছে থেকে সংগ্রহ করছে।
তবে ০.০৩% হারে শুধুমাত্র তৈরি পোশাক রপ্তানিকারকদের কাছে থেকে আদায় করা হচ্ছে অন্য কোন সেক্টরকে অন্তর্ভুক্ত করা হয়নি।
এছাড়াও শতভাগ বৈদেশিক মুদ্রা বিনিয়োগকারীর জন্য সরকার কোন ফান্ড গঠন করেননি।
Collected from Khandakar T Ahmed