উত্তরঃ Fabric মিটার থেকে কেজিতে রুপান্তরের জন্য নিচের তথ্যগুলো প্রথমে জেনে নিতে হবে
১। Fabric Length মিটারে মেপে নিতে হবে।
২। ফেব্রিকের Dia (Open Width) (খোলা প্রস্থ) মিটারে মেপে নিতে হবে।
৩। ফেব্রিকের GSM নির্ণয় করে নিতে হবে।
৪। উপরের তথ্যের ভিত্তিতে নিচের সূত্রের সাহায্যে ফেব্রিককে মিটার থেকে কেজিতে রুপান্তর করতে হবে।
সূত্রঃ Fabric Weight = [(Fabric Length(m) × Fabric Width (m) × Fabric GSM) ÷ 1000] Kg
বিঃ দ্রঃ ফেব্রিকের Dia সব সময় Open অবস্থায় নিতে হবে। ফেব্রিকের Dia যদি Tube হয় তাহলে কেটে Open করে মেপে নিতে হবে।
Collected