Miscellaneous

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Question: 1 HP সমান কত ওয়াট?

Answer : ১ HP = 746 watt

Question: 3-ফেজে এক Hp সমান কত এম্পিয়ার?

Answer : 1 HP লোড ১.৫ অ্যাম্পিয়ার কারেন্ট নেয়।

Question: ৩/ KVA এর অর্থ কি?

Answer : KVA=Kilo volt ampere. এটি হলো এপারেন্ট পাওয়ার।

Question: RPM এর অর্থ কি?

Answer : RPM=Revolution per minute.প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা

Question: মোটরের কাজ কি?

Answer : মোটরের কাজ বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রুপান্তর করা।

Question: জেনারেটর এর কাজ কি?

Answer : জেনারেটর যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রুপান্তর করে

Question: ম্যাগনেটিক কন্ডাকটর কি?

Answer : ম্যাগনেটিক কন্টাকটর এক ধরনের সুইচিং ডিভাইস যা থ্রি ফেজ পাওয়ার নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়।

Question: একটি বাতি কে দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে হলে কি সুইচ লাগবে?

Answer : টু ওয়ে সুইচ বা SPDT সুইচ লাগবে

Question: ফিডার লাইন কি?

Answer : ফিডার লাইন হলো কোন আবাসিক এলাকা বা শিল্প এলাকায় বিদ্যুৎ সরবরাহের জন্য উচ্চ চাপের সাবস্টেশন হতে লোড সেন্টার পর্যন্ত আন ট্যাপড ট্রান্সমিশন লাইন।

Question: সোজা কথায় ফিডার লাইন হলো গ্রাহক যে লাইন থেকে কারেন্ট পায়?

Answer : এটা মুলত ডিস্ট্রিবিউশন লাইন। 

Question: মটোর এর রি উইন্ডিং তারের নাম কি?

Answer : মোটর ওয়াইন্ডিং তারের নাম সুপার এনামেল ওয়ার।

Question: আর্থ রেজিস্ট্যান্স কি ভাবে মাপা হয় ?

Answer : মেগার আর্থ টেস্টারের সাহায্যে অথবামোটামুটি ভাবে একটি ১০০ওয়াটের বাতি আর্থ তার লাইনের মধ্যে সংযোগ করার পর যদি উজ্জ্বল ভাবে জ্বলে , তাহলে আর্থিং ভাল আছে

Question: তিন ফেজ ২০ ঘোড়া মোটরের জন্য ক্রয়কৃত স্টার ডেল্টা স্টার্টার ১০ ঘোড়া তিন ফেজ মোটরের ব্যবহার করা যাবে কি ?

Answer : হ্যাঁ, যাবে তবে কারেন্ট সেটিং এর মান কমিয়ে দিতে হবে।

Question: স্টার ডেল্টা স্টার্টারের ম্যাগনেটিক কয়েল কত ভোল্টেজ সাপ্লাই পায় ?

Answer : সরাসরি ৪০০ ভোল্টসাপ্লাই পায়। (লাইন টু লাইন)

Question: একটি তিন ফেজ মোটরেরবডিতে টেস্ট বাতির এক মাথা সংযোগ করে অন্য মাথাসাপ্লাই এর সাথে সংযোগ করলে বাতি পূর্ণ ভাবে জ্বলে, ইহাতে কি বুঝা যায় ?

Answer : মোটরের বডি ভাল ভাবে আর্থ করা হয়েছে।

Question: ইন্সুলেশন রেজিস্ট্যান্স কি মিটার দ্বারা মাপা হয় ?

Answer : মেগার দ্বারা।

Question: চলন্ত অবস্থায় তিন ফেজ মোটরেরএক ফেজ চলে গেলেকি হবে ?

Answer : যদি লোড বিহীন অবস্থায় থাকে তবে মোটর ঘুরতে থাকবে কিন্তু গরম হয়েযাবে এবং ভিন্ন রকম আওয়াজ করবে। আর যদি লোডেড অবস্থায় থাকে , তবে মোটরসঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। যদি মেইন সুইচ অফ করে দেওয়া না হয়, তবে মোটরজ্বলে যাবে।

Question: আর্থিং রেজিস্ট্যান্স কত হওয়া বান্ছনীয় ?

Answer : বাসাবাড়ীর জন্য বেশীর পক্ষে ৫ ওহম এবং সাব স্টেশন ও পাওয়ার লাইনের জন্য বেশীর পক্ষে ১ ওহম হওয়া দরকার।

Question: কোন ট্রান্সফরমারের কেবল মাত্র একটি কয়েল থাকে ?

Answer : অটো ট্রান্সফরমার।

Question: এক ফেজ ট্রান্সফরমার দ্বারা তিন ফেজ সাপ্লাই দেওয়া যায় কি ?

Answer : হ্যাঁ যায়, ভি ভি বা ওপেন ডেল্টাকানেকশন করে।

Question: ট্রান্সফরমার হামিং কি ?

Answer : ট্রান্সফরমারের কোর এবং কয়েল কানেকশন যদি মজবুত ভাবে না করাথাকে, লুজ কানেকশন থাকে তাহলে ফুল লোড অবস্থায় কাঁপতে থাকে এবং এক প্রকারআওয়াজ হয়, তাহাই হামিং।

Question: ট্রান্সফরমার গরম হওয়ার কারন কি ?

Answer : (১) ওভার লোড হওয়ার জন্য হতে পারে

(২) ইন্সুলেশন দুর্বল হয়ে গেলে

(৩) কোথাও আর্থ হয়ে গেলে

(৪) ওভার ভোল্টেজ সাপ্লাইয়ের জন্য।

Question: সিলিকা জেলের স্বাভাবিক রং কি রূপ থাকে ?

Answer : ভাল অবস্থায় ধব ধবে সাদা, কিন্তু জলীয় বাস্প গ্রহন করলে কিছুটা বাদামী রং এর হয়ে যায়,আবার উত্তাপ দিলে ইহা সাদা হয়ে যায়।

Question: ট্রান্সফরমার তৈলের কাজ কি ?

Answer : ইহার প্রধান কাজ দুটি- প্রথমত ইহা ইন্সুলেশনের কাজ করে, দ্বিতীয়ত ট্রান্সফরমারকে ঠান্ডা রাখতে সাহায্যে করে।

Question: ব্রিদার কি ?

Answer : ইহা ট্রান্সফরমারের কনজার্ভেটরের সহিত লাগানো থাকে, যার মাধ্যমেবাহির হতে ঠান্ডা বাতাস ফিল্টার হয়ে ট্যাংকে ঢুকে এবং গরম বাতাস ট্যাংক হতেবাহির হয়ে যায়।

Question: বুকল্স রিলে কি ?

Answer : ইহা এক প্রকার রিলে যাহা ট্রান্সফরমারের ট্যাংক ও কনজার্ভেটরেরসংযোগকারী পাইপের মধ্যে বসানো থাকে এবং ট্রান্সফরমারের ভিতরেত্রুটি দেখাদিলে সর্তক ঘন্টা বাজিয়ে থাকে।

Question: গার্ড ওয়্যার কি ?

Answer : ট্রান্সমিশন লাইনের নীচে ব্যবহ্নত তার, যাহা আর্থের সহিত সংযোগ থাকে।

Question: ব্যাটারীর সলিউশন তৈরির সময় এসিড পানিতে না পানি এসিডে মিশাতে হয় ?

Answer : এসিড পানিতে মিশাতে হয়।

Question: জাম্পার কি ?

Answer : মেইন লাইন হতে বাসা বাড়ীতে সাপ্লাই লাইনের সংযোগ রক্ষাকারী তার।

Question: ডেম্পার ওয়্যাইন্ডিং কি ?

Answer : সিনক্রোনাস মোটরকে র্স্টাট দেওয়ার জন্য ইহার পোলের উপর মোটাতারের ওয়্যাইন্ডিং দেওয়া হয় এবং ইহা অল্টারনেটরে ও ব্যবহ্নত হয় হান্টিং দোষকমানোর জন্য।

Question: সি.বিকি ?

Answer : সার্কিট ব্রেকার যাহা ক্রটি পূর্ণলাইনকে আপনা আপনি র্সোস হতে বিচ্ছিন্ন করে।

Question: এ.সি কেডি.সি এবং ডি.সিকেএ.সিকি ভাবে করা হয় ?

Answer : এ.সি কে ডি.সি করা হয় রেকটিফায়ার ও রোটারী কনভার্টার দ্বারা এবং ডি.সি কে এ.সি করা হয় ইনভার্টার দ্বারা।

One thought on “Miscellaneous

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get 30% off your first purchase

X
error: Content is protected !!