উত্তরঃ “বয়লার” শিল্প কারখানার জন্য একটি আবশ্যকীয় প্রধান যন্ত্র বা প্রাণ স্বরূপ। সাধারণত সকল শিল্পেই বয়লার ব্যবহৃত হয়। তন্মধ্যে বিদ্যুৎ কেন্দ্র, সার কারখানা, চিনি কল, টেক্সটাইল মিল, পেপার মিল, ফিড মিল, রাইস মিল, ঔষধ শিল্প ও পোষাক শিল্প উল্লেখযোগ্য।
সাধারণভাবে বয়লার বলতে বুঝায় একটি আবদ্ধ আধার বা পাত্র যার ভিতরে তাপ প্রয়োগের মাধ্যমে পানি থেকে চাপযুক্ত বাষ্প উৎপন্ন করা হয়। বয়লারে জ্বালানি হিসেবে সাধারণত গ্যাস, তেল, কাঠ, কয়লা, তুস ইত্যাদি ব্যবহার করা হয়।
বয়লার আইন ১৯২৩ অনুযায়ী ‘‘বয়লার’’ অর্থ ২২.৭৬ লিটারের অধিক ক্ষমতা বিশিষ্ট কোন বদ্ধ আধার বা পাত্র যাহা চাপের (pressure) মাধ্যমে কেবল বাষ্প উৎপাদন কার্যে ব্যবহৃত হয় এবং সেইসাথে উক্ত আধার বা পাত্রের সহিত সংযুক্ত কোন উত্তোলন যন্ত্র অথবা অন্য কোন ফিটিংস যাহা বাষ্প বন্ধ হইবার সময় সম্পূর্ণ বা আংশিকভাবে চাপযুক্ত থাকে।
বয়লার কাকে বলে তাত্তিকভাবে বলতে গেলে, নিরাপত্তা ব্যাবস্থা করে যে আবদ্ধ পাত্রে ভিতর পনি রেখে তাপ প্রয়োগ করে ষ্টীম (বাষ্প) উৎপাদন করা হয় তাকে বয়লার বলে
.
এ সংক্রান্ত আরো ব্যাখ্যা
বয়লার আসলে একটি পানির চৌবাচ্চা !হ্যা বিষয়টি এমনি প্রায়। বয়লার মূলতপানি গরম করে বাস্প তৈরি করে। সেইবাস্প দিয়ে জাহাজ/রেলের ইঞ্জিন চলে।গার্মেন্টর্স কারখানায় কাপড় ওয়াস করতেস্টিম ব্যবহার হয়। ইস্তি করতেও ব্যবহার হয়বয়লারের উৎপাদিত বাস্প ।এবার আসুন জেনে নেই কেন বয়লারবিস্ফোরিত হয়।বয়লার ভেতরে স্টিলের পাইপ থাকে যারমধ্য দিয়ে মূলত আগুন প্রবাহিত হয়। আগুনেরতাপে পানি গরম হয়ে বাস্প তৈরি হয়।প্রতিটি বয়লারের সংগে একাধিক পানিরপাম্প থাকে। পাম্পের সাহায্য সফটওয়াটার মানে একটি বিশেষ মেশিন(সফটনার প্লান্ট) এর সাহায্য নরমাল রওয়াটারকে সফট ওয়াটার করা হয়। যারফলেপানির ভেতরের অক্সিজেন সরিয়ে ফেলাহয়। পানিকে ফিল্টার করে আয়রন সরিয়েতবেই তা বয়লারে ব্যবহার করতে দেওয়া হয়।মোট কথা পানিই হল বয়লারের প্রাণ। সফটপানি তৈরি করতে একটু খরচ হয় বলেঅনেকেই সফটনার ঠিক মত চালনা করেননা। যা চরম ঝুকিপূর্ন।পানি পাম্পের সাহায্য বয়লারের ভেতরেযাবার পরে গ্যাস অথবা তেলের মাধ্যমেআগুন জ্বলে ইগনেশনের মাধ্যমে।প্রতিটি বয়লারে ২ টি করে মেক্যানিকালসেফটি ভালব থাকে।বাস্প ৮০% পূর্ন হবার পরে ইলেক্টিক সেন্সরসিগনাল দিলে আগুন নিভে যায়।আবার ৩০% বাস্পের সময় তা চালু হয়।এটা সেটিং করে যেভাবে নিবে সেভাবেইকাজ করবে।কোন কারনে ইলেক্টিক সেন্সর ফেইলকরলে মেকানিক্যাল সেফটি ভালবঅটোমেটিক অপেন হয়ে যাবে।অতিরিক্তস্টিম বা বাস্প তৈরি হলে সেটি বের হবারএরকম তিনটি অপশন থাকার পরেও কেনবয়লার বিস্ফোরিত হয়?এর কারন প্রেসার বেশি হওয়ার পরেওসেফটি ভালব ওপেন না হলে এধরনেরদুর্ঘটনা ঘটতে পারে। বছরের পর বছর ধরেসেফটি ভালব লাগানো থাকলে সেটিকার্যক্ষম আছে কিনা তা পরীক্ষা করাহয়না। অনেক সময় ময়লা জমে ভালবটি বন্ধহয়ে গেলেও বয়লার বিস্ফোরিত হতেপারে।”অনেক সময় দেখা গেছে বয়লারেস্বয়ংক্রিয়ভাবে যেসব ইলেকট্রিক সেফটিগার্ড চালু হবার কথা তা চালু হয়না। সময়মত মেইন্টানেন্স না করার কারনেই এমনটাঘটে। অসচেতন অদক্ষ টেকনিশিয়ান বাইঞ্জিনিয়ারদের কারনেই বয়লারবিস্ফোরন ঘটে।