- লোকসংখ্যার উপর ভিত্তি করে এবং ফ্লোরের আয়তন অনুযায়ী আমাদেরকে Fire safety এর বিভিন্ন requirement নিশ্চিত করতে হয়। এ সকল তথ্যগুলোর জন্য শুধুমাত্র লোকসংখ্যা ও ফ্লোরের আয়তন বসিয়ে Fire safety সম্পর্কিত Calculation গুলো সাথে সাথে পেতে এবং Fire safety সম্পর্কিত requirement গুলো একই সাথে পেয়ে যেতে আমি Microsoft Excel এর মাধ্যমে একটি file তৈরি করেছি । উক্ত file টি পেতে ক্লিক করুন
- শ্রম আইন এর ধারা ৫৬(২) অনুযায়ী , একটি ফ্লোরে কতজন শ্রমিক কাজ করতে পারবে তার একটি Calculation আমাদেরকে বাহির করতে হয় । যাকে floor Occupancy বলা হয়ে থাকে। একটি ফ্লোরের আয়তন ( দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা) অনুযায়ী কতজন শ্রমিক কাজ করতে পারবে তা বাহির করার জন্য আমি Microsoft Excel এ ফ্লোরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা লিখলে যেন automatic ভাবে লোক সংখ্যা কত হবে তা বাহির করা যায় এমন একটি Format দাড় করিয়েছি । Excel এ automatic Calculation Format টি পেতে ক্লিক করুন।