৩৩৩৷ সরকার বিধি প্রণয়ন করিয়া-
(ক) এই আইনের অধীন কোন আদেশ জারীর পদ্ধতি নির্ধারণ করিতে পারিবে; এবং
(খ) কোন মালিককে, এই আইনের উদ্দেশ্যে নিয়মিত বা সময়ে সময়ে, উহাতে উল্লিখিত বিবরণী দাখিলের জন্য নির্দেশ দিতে পারিবে৷
এ সংক্রান্ত আরো তথ্য পেতে বিধি- ৩৬২। নোটিশ জারি ও বিবরনী পেশ