উত্তরঃ ধারা ৮০ অনুযায়ী, উপধারা (২) যে ক্ষেত্রে উপ-ধারা (১) এ উল্লিখিত কোন দুর্ঘটনায় শারীরিক জখম হওয়ার কারণে উহা কোন আহত শ্রমিককে আটচল্লিশ ঘন্টার অধিক সময় পর্যন্ত কাজে অনুপস্থিত থাকিতে বাধ্য করে, সে ক্ষেত্রে বিধি দ্বারা নির্ধারিত রেজিস্টারে ইহা লিপিবদ্ধ করিয়া রাখিতে হইবে৷
উপধারা (৩) উপ-ধারা (২) এ উল্লিখিত রেজিস্টারে লিখিত বিবরণের একটি কপি মালিক প্রত্যেক বৎসর ৩০শে জুন এবং ৩১শে ডিসেম্বর এর পরবর্তী পনর দিনের মধ্যে প্রধান পরিদর্শকের নিকট প্রেরণ করিবেন।
এখানে লক্ষনীয় বিষয় যে, দুর্ঘটনায় আহত শ্রমিক যদি আটচল্লিশ ঘন্টার অধিক সময় পর্যন্ত কাজে অনুপস্থিত থাকে তবে বিধি দ্বারা নির্ধারিত রেজিস্টারে (ফরম-২৮ ) দুর্ঘটনা ও ঘটনার বিবরনটি লিপিবদ্ধ করিয়া রাখিতে হইবে৷
৭৩(১) এ বলা হয়েছে… প্রতিষ্ঠানে সংঘটিত প্রতিটি দুর্ঘটনা ফরম -২৮ অনুযায়ী রেকর্ড করিবেন এবং মালিক কি কি পদক্ষেপ নিয়েছেন তা সুনিদিংষ্টভাবে লিপিবদ্ধ করিবেন। ( এখানে মালিক কর্তৃক পদক্ষেপ হিসেবে একটি অনুসন্ধান ফরম তৈরি করে রাখা হয়)।
৭৩(২) এ বলা হয়েছে… সংরক্ষিত তথ্য ০৬ মাস শেষ হইবার ১০ কর্মদিবসের মধ্যে পরিদর্শকের নিকট ষাণ্মাসিক দূর্ঘটনার তথ্য প্রতিবেদন আকারে দাখিল করিতে হইবে ।
.
.
.
HR ( Human Resource) এর মুল Menu তে ফিরে যেতে ক্লিক করুন
ছুটি বিষয়ক সকল প্রশ্ন ও উত্তর – Menu তে যেতে ক্লিক করুন
মাতৃত্বকালীন বিষয়ক সকল প্রশ্ন ও উত্তর – Menu তে যেতে ক্লিক করুন
সার্ভিস বেনিফিট ও চাকুরী সংক্রান্ত প্রশ্ন ও উত্তর -Menu তে ফিরে যেতে এখানে ক্লিক করুন
মজুরী সংক্রান্ত সকল প্রশ্ন ও উত্তর এ ফিরে যেতে এখানে ক্লিক করুন
ফান্ড , বিমা এবং তহবীল সংক্রান্ত প্রশ্ন ও উত্তর -Menu তে ফিরে যেতে এখানে ক্লিক করুন
শ্রম আইন ভিত্তিক অন্যান্য প্রশ্ন ও উত্তর এবং বিশ্লেষন Menu তে ফিরে যেতে ক্লিক করুন
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.