বিধি-১০৩। মহিলা শ্রমিকের কাজের ঘন্টা।– (১) কোন মহিলা শ্রমিক দ্বারা রাত ১০ (দশ) ঘটিকা হইতে ভোর ৬ (ছয়) ঘটিকা পর্যন্ত সময়ের মধ্যে কাজ করাইতে হইলে ফরম-৩৫ অনুযায়ী উক্ত শ্রমিকের লিখিত সম্মতি গ্রহণ করিতে হইবে:
তবে শর্ত থাকে যে , প্রয়োজনীয় যাতায়তের ব্যবস্থা সহ নিরাপত্তা নিশ্চিত করিতে হইবে। (সংশোদনী -২০২২)
(২) উপ-বিধি (১) এ উল্লিখিত সম্মতি সংশ্লিষ্ট মহিলা শ্রমিক কর্তৃক লিখিত আবেদনের মাধ্যমে প্রত্যাহার না করা হইলে ০১ (এক) মাস পর্যন্ত কার্যকর থাকিবে। (সংশোধনী- ২০২২)
(৩) মহিলা শ্রমিককে সম্মতি প্রত্যাহারের ক্ষেত্রে ফরম-৩৫(ক) অনুযায়ী আবেদন করিতে হইবে।
(৪) মহিলা শ্রমিক কর্তৃক নৈশ পালায় কাজ করাইবার সম্মতির তথ্য ফরম-৩৬ অনুযায়ী রেজিস্টারে সংরক্ষণ করিতে হইবে।