H&M Sewing (সুইং) বিভাগের জন্য Buyer এর নূন্যতম ম্যানুফ্যাকচারিং গাইডলাইন
কাজ শুরু করার আগে PP Meeting করতে হবে। প্রত্যেক লাইনে D/C Counter Sample থাকতে হবে, with PP meeting Sheet, Counter Sample Comments, Art work, M-List, Trim Cad. Counter Sample অনুসরন করে Garments তৈরি করতে হবে।গুরুত্বপূর্ন Process Mock up লাগাতে হবে।
Join Stitch 1” inch হবে।
SPI 12/13 হবে।
Over lock গাইড লাগাতে হবে।
Machine Tension Adjust থাকতে হবে।
যেখানে Size Label Joint করবে সেখানে একই
Size Label থাকতে হবে বাকি Size সুপারভাইজার এর কাছে থাকবে।
যেখানে Care Label Joint করবে সেখানে একই
Order এবং এক কালার লেবেল থাকতে হবে।
কাটিং No Sticker Matching করে বিভিন্ন Part Joint করতে হবে।
প্রথম Output হওয়া Garments Counter
Sample সাথে অবশ্যই মিলাতে হবে।
Uncut এবং Loose Thread Major Defect হিসাবে গন্য হবে।
Country Sticker সহ Garments Finishing পাঠাতে হবে।
Measurement Tape অবশ্যই Calibration করা থাকতে হবে।
ME Country ME Label লাগাতে হবে।
CA Country Fabricque AU Bangladesh এবং
Name Label পরিবর্তে Name/Nom Label লাগাতে হবে।
Drawstring Length Check (US, CA, AU-7.5 cm CN-14 cm & other Country-17 cm.)
Hood Item হলে GB” Country Drawstring হবে না।
প্রতিদিন Line wise Inline Report করতে হবে.
Organic Order হলে Organic Board লাইনে লাগাতে হবে।
O.G.G Garments হলে 100% wash করতে হবে।
যদি কোন Garments (Aplick/Emb.) থাকে তাহলে Exclusive of Decoration হবে।
GB” Country তে 44-62 size এ Fire Label হবে। ইহা ছাড়াও Night Wear এ Baby, Children, Adult- All size এ Fire Label হবে। Set এর ক্ষেত্রে Top এবং Bottom উভয় Body তে Fire Label হবে।
যদি কোন Style এ Tops এবং Bottom এক সাথে থাকে তবে Care Label এ “Sold as a set” লেখা থাকবে।
কাটার এবং সিজার বেধে কাজ করতে হবে।
92-170 size পর্যন্ত Name Label হবে।
62-86 পর্যন্ত size থাকলে কোন Name Label হবে না।
Children Night Wear এর ক্ষেত্রে কোন Name Label হবে না।
Neck Extended Measurements Short এর কোন Garment কখনই QC pass করা যাবে না।
সব ধরনের Accessories Joint করার আগে চেক করে দিতে হবে।
Button এবং Bow থাকলে 90(N) Pull Test করতে হবে।
Production শুরু হওয়ার আগে Cut Panal Measurement করতে হবে।
* CL, PE, UY, ME,DC,TH,OL,MX/LD Country PM Label হবে,
Collected
Sewing department সম্পর্কে জানতে ক্লিক করুন
купила диплом