বয়লার পরিচালনা লাইসেন্স কত শ্রেণির?

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বয়লার আইন ২০২২ এর ধারা ১২ অনুযায়ী ,

১২। (১) এই আইনের অধীন বয়লার পরিচালনা লাইসেন্স ৩ (তিন) শ্রেণির হইবে, যথা :-

(ক)  গ্রেড-১: যে কোনো ধারণ ক্ষমতার একক বা সংযুক্ত বয়লার পরিচালনার জন্য;

(খ)  গ্রেড-২: যে কোনো একক বা পৃথক বা সংযুক্ত বয়লারের সেট, যাহার তাপতল ৫ (পাঁচ) হাজার বর্গফুটের অধিক হইবে না, পরিচালনার জন্য;

(গ)  গ্রেড-৩: যে কোনো একক বা পৃথক বা সংযুক্ত বয়লারের সেট, যাহার তাপতল ১,৫০০ (এক হাজার পাঁচশত) বর্গফুটের অধিক হইবে না, পরিচালনার জন্য।

(২) যে ক্ষেত্রে লাইসেন্সধারী ব্যক্তি একাধিক বয়লার পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকেন সেই ক্ষেত্রে অনুরূপ বয়লারগুলি অবশ্যই একই ব্যবহারকারীর হইতে হইবে এবং একই এলাকায় ১ (এক) শত ফুট ব্যাসার্ধের মধ্যে অবস্থিত হইতে হইবে।

(৩) বয়লার পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান প্রথম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণির সনদ এই আইনে বর্ণিত যথাক্রমে, গ্রেড-২ এবং গ্রেড-৩ লাইসেন্স হিসাবে গণ্য হইবে।

.

উপরোক্ত আইনের উপধারা ০৩ বুঝতে হয়তো একটু অসুবিধা হচ্ছে? ০৩ টি গ্রেড তো বুঝলাম তবে প্রথম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণি কথাগুলো আসলো কোথায় থেকে ?

আসুন একটু আলোচনা করা যাক !!

বর্তমান বয়লার আইন -২০২২ এর পূর্বে বয়লার পরিচারক বিধিমালা ১৯৫৩ তে অধ্যায় তিন (সনদপত্র) এর ধারা ০৮ ,অনুযায়ী বয়লার পরিচালনা লাইসেন্স ০২ (দুই) শ্রেণির ছিল (যা বর্তমানে সংশোধন করা হয়েছে)।

যেমন : (০১) প্রথম শ্রেনী: যে কোনো ধারণ ক্ষমতার একক বা পৃথক বা সংযুক্ত বয়লারের দায়িত্বের জন্য যোগ্য হইবেন

(০২) দ্বিতীয় শ্রেণি: যাহার তাপতল ১,০০০ (এক হাজার পাঁচশত) বর্গফুটের অধিক হইবে না।

কিন্তু বর্তমান আইনে এই ০২ টি শ্রেনীকে ০৩টি গ্রেডে (গ্রেড-১,গ্রেড-২ ও গ্রেড-৩) বিভক্ত করেছে । তবে প্রথম শ্রেনীকে গ্রেড-২ সমমান করা হয়েছে ও তাপধারন ক্ষমতা ৫ (পাঁচ) হাজার বর্গফুটের সীমাবদ্ধতায় আনা হয়েছে।

এবং দ্বিতীয় শ্রেণি গ্রেড-৩ কে সমমান করা হয়েছে ও তাপধারন ক্ষমতা ১,৫০০ (এক হাজার পাঁচশত) বর্গফুটের সীমাবদ্ধতায় আনা হয়েছে ।

এবং যে কোন ধারণ ক্ষমতার একক বা সংযুক্ত বয়লার পরিচালনার জন্য গ্রেড-১ এ আনা হয়েছে তবে ইহার কোন শ্রেনী স্পষ্ট আকারে ব্যাখ্যা করা হয়নি বিধায় কিছুটা দ্বিধা বা বিতর্কের সৃষ্টি হয়েছে।

.

বয়লার আইন ও বিধি সংক্রান্ত প্রশ্ন ও উত্তর – Menu তে ফিরে যেতে ক্লিক করুন

বয়লার কি এবং বৃত্তান্ত – Menu তে ফিরে যেতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get 30% off your first purchase

X
error: Content is protected !!