Biological ETP তে মূলত ৩ ধরণের ব্যাকটেরিয়া থাকে। Aerobic (অক্সিজেনের উপস্থিতিতে বাঁচে), Anaerobic (অক্সিজেনের অনুপস্থিতিতে বাঁচে), Anoxic (নাইট্রোজেনের উপস্থিতিতে বাঁচে)। সাধারণত ম্যাক্সিমাম ফ্যাক্টরীর বায়োলজিক্যাল ইটিপিতে Aerobic Bacteria (যেটা অক্সিজেনের উপস্থিতিতে বাঁচে), ব্যবহার করা হয়।
.
এই Aerobic Bacteria ইনলেটের পানি থেকে আসা Heavy Carbohydrate Compound এর Double/Triple Bond গুলো অক্সিজেনের সাহায্যে ভেঙ্গে দেয়। এবং সেখান থেকে Single Bond Carbon Di Oxide এবং পানি তৈরী করে।
.
Chemical Reaction of Oxidation Tank:
CnH2n+2/CnH2n/CnH2n-2 (value of n is normally higher) + O2 + Aerobic Bacteria = CO2 + H2O
.
ব্যাকটেরিয়ার মূল কাজ এই কার্বোহাইড্রেটের উচ্চ বন্ধনগুলো ভেঙ্গে তাদের Consume করে একক বন্ধন বিশিষ্ট কার্বন-ডাই-অক্সাইড এবং পানি তৈরী করা। এই দ্বি-বন্ধন বা ত্রি-বন্ধন যুক্ত কম্পাউন্ডগুলো ভেঙ্গে গেলেই সেই পানিতে আর পরিবেশ দূষনীয় পদার্থ থাকে না। পানি বিশুদ্ধ হয়ে যায়।
.সহজ ভাষায় বললে, “ইনলেটের পানির ক্ষতিকর পদার্থগুলোকে খাদ্য হিসাবে গ্রহণ করে সেখান থেকে Sludge Produce করার মাধ্যমে দূষিত পানিকে বিশুদ্ধ করার কাজটাই ব্যাকটেরিয়া করে থাকে।”
ব্যাকটেরিয়ার কাজ এটা
Collected from ….
Himel Khan
Deputy manager ETP
.
.
Environment সম্পর্কিত Menu তে গিয়ে বিভিন্ন তথ্য পেতে ক্লিক করুন
ETP(Environment Treatment Plan) সম্পর্কিত Menu তে গিয়ে বিভিন্ন তথ্য পেতে ক্লিক করুন
Chemical বা রাসায়নিক সম্পর্কিত Menu তে গিয়ে বিভিন্ন তথ্য পেতে ক্লিক করুন