সাধারণত বায়িং হাউসের কোয়ালিটি রিলেটেড পার্সনদের কোয়ালিটি কন্ট্রোলার (QC), কোয়ালিটি অ্যাসুরেন্স (QA), কোয়ালিটি ইন্সপেক্টর বা কোয়ালিটি অডিটর বলা হয়ে থাকে। তাদের প্রত্যেককে নিজ কাজের প্রয়োজনে বেশ কিছু মৌলিক দক্ষতার উপর পারদর্শী হতে হয় বা অর্জন করতে হয়। নিম্নে একটি বায়িং হাউস QA পার্সনদের জন্য কিছু কোর বা কমন স্কিল আপনাদের জ্ঞাতার্থে দেওয়া হল।
১. গার্মেন্টস ইন্সপেকশন পদ্ধতি (ফ্যাব্রিক, ট্রিম এবং ফিনিশড পোশাক) এবং প্রসেস অডিট পদ্ধতি সম্পর্কে ভাল ধারণা রাখা (ইনিসিয়াল ও প্রডাকশনের এবং শিপমেন্টের মধ্যবর্তী বা মাঝামাঝি পর্যায়ে)।
২. সঠিক উপায়ে গার্মেন্টস মেজারমেন্ট করার দক্ষতা থাকা (মেজারমেন্টের নির্দেশনা বায়ার থেকে বায়ারের মধ্যে পরিবর্তিত হতে পারে তাই বায়ার প্রদত্ত কোয়ালিটি ম্যানুয়াল দেখতে হবে)।
৩. প্রডাক্ট নলেজ বিশেষ করে সেই প্রডাক্টগুলি যেগুলির সাথে বায়িং হাউস ডিল করে থাকে (উদাহরণ স্বরূপ নিট, ওভেন বা ডেনিম, সোয়েটার, হাই-ফ্যাশন প্রডাক্ট ইত্যাদি)।
৪. ভাল টেকনিক্যাল নলেজ বা কারিগরি জ্ঞান থাকা আবশ্যক – যেমন, গার্মেন্টস কন্সট্রাকশান, ফেব্রিকের বৈশিষ্ট্য, উৎপাদন প্রক্রিয়ার
৫. বায়ার প্রদত্ত টেকনিক্যাল শীট এবং কমেন্টস বা মন্তব্য বোঝা।
৬. গার্মেন্টস জোনের উপর ভিত্তি করে ডিফেক্ট শ্রেণীকরণ করার সাধারণ নলেজ তার সাথে মাইনর, মেজর এবং ক্রিটিক্যাল ডিফেক্ট সম্পর্কে সাধারণ জ্ঞান থাকা।
৭. শিপমেন্টের সময় ফাইনাল ইন্সপেকশনের জন্য AQL টেবিল এবং স্যাম্পলিং পদ্ধতি কীভাবে ব্যবহার করা হয় সে সম্পর্কে জ্ঞান থাকা।
৮. ইন্সপেকশান রিপোর্ট ফরম্যাট পূরণে, সাপ্লায়ার প্রতিনিধির জন্য ইন্সপেক্টেড গুডসের উপর মন্তব্য করতে এবং ইন্সপেক্টেড গুডসগুলির ব্যাপারে পাস/ফেল করার সিদ্ধান্ত নিতে দক্ষ হতে হবে।
৯. সাপ্লায়ার ইভ্যালুয়েশন (মূল্যায়ন) ও অডিট পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানা এছাড়াও অডিটের উদ্দেশ্য বোঝা এবং সঠিকভাবে অডিট ফরম্যাট পূরণ করা এর মধ্যে অন্তর্ভুক্ত।
১০. পণ্যের কোয়ালিটি সম্পর্কিত কিছু ভুল হলে তার সাথে সম্পর্কিত সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিকে সতর্ক করতে সক্ষম হতে হবে এবং ফ্যাক্টরি টিম এবং বায়িং হাউস মার্চেন্টদের সাথে দ্রুত যোগাযোগ এবং রেসপন্স করা শিখতে হবে।
১১. শিপমেন্ট পাসিং করার সময় কি কি রিস্ক থাকতে পারে বা রিস্ক ফ্যাক্টর গুলো বোঝা।
১২. বায়ারের প্রয়োজন অনুযায়ী, পণ্য থেকে পণ্য এবং শিপমেন্টের গন্তব্য কান্ট্রি অনুযায়ী পরিবর্তিত হয়। QA পার্সনদের কান্ট্রি অনুযায়ী গার্মেন্টস টেস্ট সম্পর্কিত যাবতীয় পদ্ধতি সম্পর্কে ভাল জ্ঞান থাকতে হবে।
উপরোক্ত স্কিলগুলোর বেশির ভাগ কাজ করেই শিখে নেওয়া যায়। যদি শেখার ইচ্ছা থাকে তাহলে উপরের প্রতিটি দক্ষতা অনুশীলনের মাধ্যমেও অর্জন করা যেতে পারে। আমার লিংকে বায়িং হাউজে যারা জব করছেন এর বাইরে অনেক কিছু থাকতে পারে আপনারা ইচ্ছে করলে এ্যাড করতে পারেন যাতে লেখাটি আরো রিচ হয় এবং যারা নতুন আছেন এবং বায়িং QA হিসাবে কাজ করতে চান তাদের অনেক উপকারে আসবে।
Source: Online Clothing Study ব্লগের Skills required to be a Buying House QA আর্টিকেল অবলম্বনে।
অনুবাদ ও অনুলিখন এবং সংযোজনে,
“মোঃ তৌহিদ খান”
Some providers will make a head from scratch dependant on reference photos, えろ 人形but This is certainly a costly endeavor.
Department of Health and Human Services.リアル ドールThe reports emphasize original studies conducted in the late 1980s and 1990s that have high research standards with respect to study design,
Возможно ли купить диплом стоматолога, и как это происходит
Полезные советы по безопасной покупке диплома о высшем образовании
аттестат 2000 года [url=https://2orik-diploms.ru/]аттестат 2000 года[/url] .
Официальная покупка диплома вуза с сокращенной программой обучения в Москве
сколько стоит купить диплом о высшем образовании [url=https://prema-diploms.ru/]сколько стоит купить диплом о высшем образовании[/url] .
купить диплом с реестром цена москва [url=https://4russkiy365-diplomy.ru/]4russkiy365-diplomy.ru[/url] .
купить настоящий диплом
Полезные советы по безопасной покупке диплома о высшем образовании
Стоимость дипломов высшего и среднего образования и процесс их получения
купить диплом о среднем специальном
Сколько стоит получить диплом высшего и среднего образования легально?
Реально ли приобрести диплом стоматолога? Основные этапы
suppose you composed a catchier title?I mean,I don’t want to tell you how to run your blog,セックス ドール
купить диплом в нальчике
Официальная покупка диплома ВУЗа с упрощенной программой обучения
купить диплом техникума