প্রশ্নঃ নিকেল টেস্ট কি | নিকেল টেস্ট করার নিয়ম কি বা কিভাবে করতে হয়?

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিকেল টেস্ট (Nickel test) কি?
নিকেল টেস্ট সাধারনত Accessories Store এ অন্তর্ভূক্ত Quality department দ্বারা কর্তৃক সম্পন্ন করা হয়।

এই টেস্ট এর উদ্দেশ্য হল টেক্সটাইল ম্যাটেরিয়াল মেটালিক দূষণমুক্ত কিনা বা দুষনমুক্ত রোধ করার জন্য যে উপায়ে মেটাল এর উপস্থিতি পরীক্ষা করা হয় উক্ত পদ্ধতিকেই নিকেল টেস্ট বলা হয়ে থাকে।

নিকেল টেস্ট করতে প্রয়োজনীয় উপাদান কি কি?

  • যে ম্যাটেরিয়াল এর জন্য টেস্ট করবেন উক্ত ম্যাটেরিয়ালগুলোর বায়ারের চাহিদা অনুযায়ী স্যাম্পল ।
  • কটনবার
  • দুইটি কেমিক্যাল লাগে যেমনঃঅ্যামোনিয়া (Ammonia) ও ডাইমাথাইল-গ্লাইওক্সিম (Dimathyl-glyoximme)

নিকেল টেস্ট করার নিয়ম?

প্রথমে দুইটি কেমিক্যালের দুই ফোটা করে একটি কটনবার্ডে নিতে হবে। তারপর ৩০ সেকেন্ড ধরে উক্ত ম্যাটিরিয়ালে ঘষতে হবে। ঘষানোর পরে যদি pink color হয় তাহলে nickel test NOT OK হবে। আর যদি pink color না হয় তাহলে nickel ok হবে। যদি NOT OK হয় তবে লাল রং এর Reject Box এ রেখে দিতে হবে ও ইহার রেকর্ড সংরক্ষন করিতে হইবে।

56 thoughts on “প্রশ্নঃ নিকেল টেস্ট কি | নিকেল টেস্ট করার নিয়ম কি বা কিভাবে করতে হয়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get 30% off your first purchase

X
error: Content is protected !!