কেন বেতন কাঠামোতে মুল মজুরি হিসেব করতে আমরা ১.৫ দিয়ে Calculation করি?

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

একটি সাধারন প্রশ্ন থাকে আমরা কেন মুল মজুরী  {( Gross   salary -1850) /1.5} বের করার সময় ১.৫ দিয়ে ভাগ করি??  

অামি যদি এককথায় উত্তর দিই তবে বলবো বাড়ী বাড়া মুল মজুরীর যত শতকার ( Percentage) হার হবে  তার সাথে ০১ যোগ করলে যা হবে ঔটা দিয়ে ভাগ করতে হবে। যেমন আইনে বলা আছে বাড়ী ভাড়া মুল মজুরীর ৫০%।  এখন ৫০% মানে হল ৫০/১০০ = ০.৫ এর সাথে ১ যোগ করি।  তাহলে (1+0.5) =১.৫ হয় আর এটা দিয়েই ভাগ করি।  

এখন কেউ যদি গানিতিকভাবে আরো ভালোভাবে ধারনা নিতে চান তাহলে চলুন আমরা অষ্টম শ্রেনীর বীজগনিত অংক করি। 

প্রশ্নঃ কোন শ্রমিকের মোট বেতন  ৮০০০ টাকা, বাড়ী ভাড়া তার মুল বেতনের ৫০%,  মেডিকেল ভাতা ৬০০ টাকা,  যাতায়ত ভাতা ৩৫০ টাকা এবং খাদ্য ভাতা ৯০০ টাকা হলে শ্রমিকের মুল বেতন কত?? 

সমাধানঃ 

মনে করি, 

শ্রমিকের মুল বেতন = x টাকা

দেওয়া আছে, 

ভাড়ী ভাড়া = মুল বেতন * ৫০%

                  =  x * ০.৫

                  = ০.৫ x 

আমরা জানি, 

মোট বেতন = মুল বেতন + বাড়ী ভাড়া + মেডিকেল ভাতা + যোগাযোগ ভাতা + খাদ্য ভাতা  

বা  ৮০০০ = x + ০.৫ x + ৬০০ + ৩৫০ + ৯০০ 

বা ৮০০০ = x ( ১+০.৫) + ১৮৫০

বা ৮০০০ = x * ১.৫ + ১৮৫০ 

বা x * ১.৫ = ৮০০০ – ১৮৫০ 

বা x = ( ৮০০০- ১৮৫০)  / ১.৫

বা x = ৬১৫০/ ১.৫ 

বা x = ৪১০০ টাকা 

সুতরাং শ্রমিকের মুল বেতন = ৪১০০ টাকা

আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ১.৫ টা আসলো। এবার তাহলে প্রথমে লেখাটার সাথে ( বাড়ী ভাড়া যত শতকরা হার হবে তার সাথে ১ যোগ করুন) সমাধানে দেখানো ১.৫ টা মিলিয়ে নিন  !!!

একইভাবে আলাদা আলাদা মজুরী স্কেলের জন্যও বের করে নিতে পারেন। আমি এখানে গার্মেন্টস শিল্পের মজুরী স্কেল অনুযায়ী করে দেখিয়েছি।

ধন্যবাদান্তে 

মোঃ হাসান মাহমুদ তুহিন 

মাস্টার্সঃ গনিত

পিজিডি কমপ্লায়েন্স, পিজিডি এইচআরম।

মোবাইলঃ ০১৮২৮০৮০০২৬

Website: https://hasanhmt..com

.

.Question: মোট বেতন (Gross Salary) ও মুল বেতন (Basic Salary) কি এবং হিসেব কিভাবে বের হরতে হয় ?

.

.

HR ( Human Resource) এর মুল Menu তে ফিরে যেতে ক্লিক করুন

শ্রম আইন বিষয়ক প্রশ্ন ও উত্তর সংক্রান্ত Menu তে ফিরে যেতে ক্লিক করুন !!!

ছুটি বিষয়ক প্রশ্ন ও উত্তর

মাতৃত্বকালীন প্রশ্ন ও উত্তর এবং বিশ্লেষন

Injury / Accident / Disease সংক্রান্ত প্রশ্ন ও উত্তর

সার্ভিস বেনিফিট বা চাকুরিচ্যুত সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

মজুরী সংক্রান্ত প্রশ্ন ও উত্তর

ফান্ড , বিমা এবং তহবিল সংক্রান্ত প্রশ্ন ও উত্তর

শ্রম আইন ভিত্তিক অন্যান্য প্রশ্ন ও উত্তর এবং বিশ্লেষন

Miscellaneous

4 thoughts on “কেন বেতন কাঠামোতে মুল মজুরি হিসেব করতে আমরা ১.৫ দিয়ে Calculation করি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get 30% off your first purchase

X
error: Content is protected !!