কারখানা লাইসেন্স কেন করতে হয়?
বৈধভাবে কোন কারখানা চালু করতে আপনাকে অবশ্যই কারখানা লাইসেন্স নিতে হবে।
কারখানা লাইসেন্স কিভাবে কিভাবে নিতে হয়?
(ক) কারখানা/প্রতিষ্ঠান কর্তৃপক্ষ নির্ধারিত ফরম (ফরম-৭৭) পূরণ ও সংশ্লিষ্ট কাগজপত্রসহ উপমহাপরিদর্শক কার্যালয়ে আবেদন পত্র দাখিল করবেন। উপমহাপরিদর্শক কর্তৃক দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক কারখানটি সরেজমিনে পরিদর্শন পূর্বক প্রতিবেদন দাখিল করবেন। দাখিলকৃত প্রতিবেদনের আলোকে উপমহাপরিদর্শকগণ কারখানা/প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন ও লাইসেন্স প্রদান, লাইসেন্স নবায়ন এবং সংশোধন করবেন।
(খ) অনলাইনে আবেদন করা যাবে।
কারখানা লাইসেন্স করতে কি কি কাগজপত্র প্রয়োজন ?
১। ট্রেড লাইসেন্সের কপি (প্রযোজ্য ক্ষেত্রে) ২। ভাড়ার চুক্তি/জমির খারিজের কপি (প্রযোজ্য ক্ষেত্রে) ৩। জাতীয় পরিচয়পত্রের (মালিক/এমডি/সিইও/ব্যবস্থাপক) কপি। ৪। বিদ্যুতের ডিমান্ট নোট (প্রযোজ্য ক্ষেত্রে) । ৫। মেমোরেন্ডাম অফ আর্টিকেল/অংশিদারী চুক্তি কপি (প্রযোজ্য ক্ষেত্রে)। ৬। কারখানা লে-আউট প্ল্যান অনুমোদনের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)। ৭। প্রতিষ্ঠান হিসাবে ব্যবহৃত ভবনের স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত নকশার কপি ও অনুমোদনপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)। ৮। ট্রেজারি চালান প্রদানের মূল কপি। ৯। মূল লাইসেন্স (প্রযোজ্য ক্ষেত্রে)। ১০। কারখানা/ প্রতিষ্ঠানের শ্রমিক/কর্মচারীর তালিকা (প্রযোজ্য ক্ষেত্রে)। |
লাইসেন্স নবায়ন কিভাবে করতে হয় ?
(ক) নতুন লাইসেন্সপ্রদান এর পদ্ধতিতে নবায়ন সংক্রান্ত সেবা প্রদান করা হবে।
(খ) অনলাইনে আবেদন করা যাবে।
লাইসেন্স নবায়ন এ কি কি কাগজপত্র প্রয়োজন হয় ?
১। ট্রেড লাইসেন্সের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)
২। ট্রেজারি চালান প্রদানের মূল কপি।
৩। মূল লাইসেন্স (প্রযোজ্য ক্ষেত্রে)।
৪। কারখানা/ প্রতিষ্ঠানের শ্রমিক/কর্মচারীর তালিকা (প্রযোজ্য ক্ষেত্রে)।
কারখানা লাইসেন্স এর ফি কত ?
শ্রমবিধির তফসিল-৭ এ কারখানা লাইসেন্স এর ফি নির্ধারন করা হয়েছে
ラブドールThank you for sharing such a creative and thought-provoking piece.Your work has not only broadened my perspective but also inspired me to think more innovatively about [specific topic].