১. সোডা :
কালার ফিক্সং করে কোভেলেন্ট বন্ড তৈরি করে। তাছাড়া PH কন্ট্রোল , ফেব্রিকের এবজরবেন্সি বাড়ানোর জন্য ব্যবহার করা হয়।
২. পার-অক্সাইড :
ফেব্রিকের মধ্যে থাকা ন্যাচারাল গ্রে কালার রিমুভ করতে ব্যবহার করা হয়।
৩. স্টেবিলাইজার :
পার-অক্সাডের রিয়েকশন স্টেবল করার জন্য ব্যবহার করা হয়। এটি ব্যাবহার না করললে পার-অক্সাইড খুব দ্রুত ভেঙে পার-হাইড্রোক্সিল আয়ন গুলি শেষ করে ফেলবে, যা ব্লিচিং এর জন্য দায়ী।
৪. ডিটারজেন্ট :
ওয়েটিং অথবা ক্লিনিং এজেন্ট হিসাবে ব্যবহার করা হয়।
৫. এন্টিক্রিজিং এজেন্ট:
নিটিং এর পর ও ওয়েট প্রসেসিং এর সময় ফেব্রিকে ভাজ অথবা ক্রিজ পরে ফলে সেড আন-ইভেন আসতে পারে। ডাইং এর সময় তাই তা দূর করতে এক ধরনের ক্রিজ রিমুভার ব্যবহার করা হয় যেন ক্রিজ না পরে। এটি লুব্রিকেশন টাইপ এর কেমিক্যাল।
৬. সিকুস্টারিং এজেন্ট:
পানির মধ্যে থাকা মেটাল আয়ন, হার্ডনেস রিমুভ করতে ও পানিকে সফট করতে ব্যবহার করা হয়।
৭.ওয়েটিং এজেন্ট :
সারফেস টেনশন দূর করে ফেব্রিকের ভিজানোর ক্ষমতা বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। এটি ওয়েটিং প্রপার্টি ইম্প্রুভ করে।
৮. রিডাকশন এজেন্ট:
ফেব্রিকের সারফেসে লেগে থাকা এক্সট্রা ডাইস দূর করার জন্য ব্যবহার করা হয়।
৯. সোপিং এজেন্ট:
অতিরিক্ত কালার দূর করার জন্য ফেব্রিক ওয়াস করার সময় ব্যবহার করা হয়। এটি লিকুইড সোপ।
১০. এনজাইম :
ফেব্রিকের হেয়ারিনেস দূর করতে ও সফট করতে ব্যবহার করা হয়। এনজাইম পিলিং দূর করে।
১১. এন্টিফোমিং এজেন্ট:
ডাই বাথে যেন ফোম ক্রিয়েট না হয় তা দূর করতে ব্যবহার করা হয় । লিকারে যেনো ফোম না হয় এর জন্য এই কেমিক্যাল ব্যবহার হয়।
১২. সফটনার :
ফেব্রিকের সারফেস লাসচার বাড়াতে এবং ফেব্রিক সফট করতে সাধারনত এটি ব্যাবহার করা হয়। এটি ফেব্রিক এর হেন্ডফিল এবং সুইয়িবিলিটি বাড়ায়।
১৩. হাইড্রোজ :
ফেব্রিকের গা থেকে কালার তুলতে ব্যবাহার করা স্ট্রিপিং এর সময়। একে রিডিউসিং এজেন্ট বলে।
১৪. লেভেলিং এজেন্ট:
ফেব্রিকের মধ্যে ডাইস কেমিক্যাল সমানভাবে যেন ডিস্ট্রিবিউশন হয় তার জন্য ব্যবহার করা হয়। একে ডাই রিটেন্ডারিং এজেন্ট বলে।
১৫. লবন:
ইলেকট্রো লাইট অর্থাৎ ফেব্রিকের সারফেসে , ডাই-বাথ থেকে ডাইস আনতে সাহায্য করে । চার্জ নিউট্রাল করে।
১৬. ফিক্সিং এজেন্ট:
কালার ফিক্স করার জন্য ব্যবহার করা হয়।
১৭. O.B.A:
অপটিক্যাল ব্রাইটেনার ফেব্রিকের ব্রাইটনেস, হোয়াইটনেস বাড়াতে ব্যবহার করা হয়।
১৮. হাইড্রোজ রিমুভার:
হাইড্রোসের কর্মক্ষতা দুর্বল ও দূর করতে ব্যবহার করা হয়।
১৯. এসিটিক এসিড:
ফেব্রিককে নিউট্রাল করতে, বেসিক কন্ডিশন দূর করতে & PH কন্ট্রোল করতে ব্যবহার করা হয়। এটি টেক্সটাইলএ সর্বাধিক ব্যাবহৃত এসিড।
২০.ডিস্পারসিং এজেন্ট:
পলিস্টার ফেব্রিকে ডাইস যেন সমভাবে প্রবেশ করে তার জন্য ব্যবহার করা হয় । এটি পলিস্টার এর লেভেলিং ও বলা যায়।
২১.সোডিয়াম এসিটেট:
পলিস্টার ডাইং এর সময় PH যেন স্টেবল অথবা কন্ট্রোল থাকে তার জন্য ব্যবহার করা হয়। একে বাফারিং এজেন্টও বলে।
২২. অয়েল রিমুভার:
ফেব্রিকের গায়ে থাকা অয়েল মার্ক দুর করার জন্য ব্যবহার করা হয়।
২৩. লুব্রিকেন্ট:
টেক্সটাইল ম্যাটেরিয়াল এর ভেতরের স্ট্যাটিক ইলেক্ট্রিসিটি দূর করার জন্য লুব্রিকেন্ট ব্যবহার করা হয়।
২৪. প্রোটনিক ক্যামিকেল :
ফেব্রিকের লাইন মার্ক দূর করতে ব্যবহার করা হয়।
২৫. বায়ো-স্কাওরিং ক্যামিকেল :
মাল্টিপারপাস ট্রেটমেন্ট এর উদ্দেশে ব্যবহার করা হয় বিশেষ করে স্কাওরিং, ব্লিচিং, এনজাইম একসাথে।
২৬. এপ্রিটন:
এটি ক্যালসিয়াম অক্সাইড জাতীয় কেমিক্যাল , এটি কাপড় কে হার্ড করে।
২৭. PVA গাম:
পলি ভিইনাইল এলকোহল – এটি একটি পলিমার, এটি ফেব্রিক কে হার্ড করে।
২৮. এলজিনেট গাম :
এটি ন্যাচারাল গাম, যা লিকার সলিউশন এর ভিসকোসিটি বাড়াতে সাহায্য করে।
.
Environment সম্পর্কিত Menu তে গিয়ে বিভিন্ন তথ্য পেতে ক্লিক করুন
ETP(Environment Treatment Plan) সম্পর্কিত Menu তে গিয়ে বিভিন্ন তথ্য পেতে ক্লিক করুন
Chemical বা রাসায়নিক সম্পর্কিত Menu তে গিয়ে বিভিন্ন তথ্য পেতে ক্লিক করুন
The Aviator game mobile app makes it easier for players to access the game anytime, anywhere. It helps players follow the game’s progress, manage bets quickly, and apply strategies more effectively, increasing their chances of winning while enjoying a smoother experience. Seize the promo and join our Premium service now! Aviator has saved our team a lot of headache associated with merge processes. I no longer have to worry about insidious semantic conflicts that break our builds and drive development to a halt. Managing our main branch has become frustration free – our builds are always deploy-ready. Seize the promo and join our Premium service now! We have scanned 38 casinos in Ukraine and found Aviator at 21 of them. On the list below, you`ll find the best casinos that feature the Aviator slot and accept players from Ukraine.
https://somee.social/igclamcourlau1971
“كنا لا نعرف السر وشككنا في سلوكه في بداية الأمر بأنه يتعاطى (مخدرات)، وطردناه خارج المنزل بعد ما ضيع شقى إخواته وخد فلوسهم ورفض يرجعها، فاكتشفنا إنه (بيلعب الطيارة)”، بهذه العبارات اختتمت الأم روايتها عن الابن. تطبق لعبة Aviator ما يعرف باسم “Provably Fair”، وهي مجموعة من الإجراءات التي تهدف إلى إثبات مدى نزاهة نظام اللعب والتزامه بسياسات اللعب العادل. تضمن إمكانية التحقق من النتائج الشفافية الكاملة والنزاهة في كل جولة من جولات لعبه رهان الطياره، ويمكن للاعبين القيام بذلك من خلال الخطوات التالية: