বাংলাদেশ শ্রম আইনে মোট ২১ টি অধ্যায় এবং ৩৫৪ টি ধারা আছে এবং ০৫ টি তফসীল রয়েছে।
শ্রম বিধিমালাতে মোট ১৯ টি অধ্যায় এবং ৩৬৭ টি বিধি ও ০৭ টি তফসীল এবং ৮১ টি ফরম রয়েছে।
বিধিমালার তফসিলসমূহ
৩. তৃতীয় তফসীল -জাহাজে এবং নদী ও সমুদ্র বন্দরের শ্রমিকের নিরাপত্তা [ ধারা ৮৮ ও বিধি ৭৫ দ্রস্টব্য]
৪. চতুর্থ তফসীল-সেফটি কমিটি সংক্রান্ত বিষয়াদি [ বিধি ৮৫ দ্রষ্টব্য]
৫.পঞ্চম তফসীল-চা বাগানের বিভিন্ন সুযোগ সুবিধা [বিধি ৯৬ দ্রষ্টব্য]