উত্তরঃ
ইলেক্ট্রিশিয়ান লাইসেন্স:
বিদুৎ বিধিমালা ২০২২ এর তৃতীয় অধ্যায় (লাইসেন্সের ধরন, পরীক্ষা গ্রহণ, লাইসেন্স ইস্যু, ইত্যাদি) এর বিধি ১১ অনুযায়ী ,
ইলেক্ট্রিশিয়ান লাইসেন্সের জন্য প্রার্থীর নিম্নবর্ণিত যোগ্যতা থাকিতে হইবে, যথা:-
(ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে;
(খ) কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল ট্রেডের উপর অন্যূন ৬ (ছয়) মাসের প্রশিক্ষণ অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে বৈদ্যুতিক কাজে অন্যূন ২ (দুই) বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে; এবং
(গ) বয়স সর্বনিম্ন ১৮ (আঠার) বৎসর হইতে হইবে।
বৈদ্যুতিক সুপার ভাইজার লাইসেন্সঃ
বিদুৎ বিধিমালা ২০২২ এর তৃতীয় অধ্যায় (লাইসেন্সের ধরন, পরীক্ষা গ্রহণ, লাইসেন্স ইস্যু, ইত্যাদি) এর বিধি ১২ অনুযায়ী ,
বৈদ্যুতিক সুপার ভাইজার লাইসেন্সের জন্য প্রার্থীর যোগ্যতা।— (১) বৈদ্যুতিক সুপারভাইজার লাইসেন্সের জন্য প্রার্থীর নিম্নবর্ণিত যোগ্যতা থাকিতে হইবে, যথা:
(ক) বিএসসি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে—
(অ) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিগ্রিসহ ইলেকট্রিক্যাল ইনস্টলেশনের কাজে অন্যূন ১ (এক) বৎসরের অভিজ্ঞতা থাকিতে হইবে; অথবা
(আ) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, মেরিন ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিসহ ইলেকট্রিক্যাল ইনস্টলেশনের কাজে অন্যূন ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা থাকিতে হইবে;
(খ) ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে—
(অ) কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাসহ ইলেকট্রিক্যাল ইনস্টলেশনের কাজে অন্যূন ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা থাকিতে হইবে; অথবা
(আ) কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেরিন ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাসহ ইলেকট্রিক্যাল ইনস্টলেশনের কাজে অন্যূন ৫ (পাঁচ) বৎসরের অভিজ্ঞতা থাকিতে হইবে।
(২) উপ-বিধি (১) এ যাহা কিছুই থাকুক না কেন, বৈদ্যুতিক কাজের সাথে সংগতিপূর্ণ নূতন কোনো বিষয়ের প্রকৌশলীদেরকে বৈদ্যুতিক সুপারভাইজার লাইসেন্স পরীক্ষায় অংশগ্রহণের জন্য উপযুক্ত মনে করিলে, বোর্ড অনুমতি প্রদান করিতে পারিবে।
.
.
.
বিদ্যুৎ আইন ও বিধি সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন এবং উত্তর – মুল Menu তে ফিরে যেতে ক্লিক করুন
Electrical / Electricity মুল Menu তে ফিরে যেতে ক্লিক করুন
Maintenance & Electrical মুল Menu তে ফিরে যেতে ক্লিক করুন