নিডেল পরিবর্তন-এস.ও.পি

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

১.০ উদ্দেশ্যঃ বায়ারের চাহিদা অনুযায়ী ভাঁঙ্গা নিডেল নীতিমালা অনুসরণ করে নিডেল সংরক্ষণ ও প্রদান করবে।

২.০ বাস্তবায়নেঃ কিউ.এম.এস প্রধান, মেইনটেন্যান্স প্রধান ও স্টোর ইনচার্জ নিডেল কিপারকে নীতিমালা বাস্তবায়নের সহয়তা করবে।

৩.০ দায়িত্বঃ সেফটি অফিসার এবং কমপ্লায়েন্স অফিসার পর্যবেক্ষণ করবেন। নিডেল কিপার চাহিদা অনুযায়ী রিকুইজিশনের মাধ্যমে নিডেল স্টোর থেকে সংগ্রহ করবে এবং নিডেল ব্যবহারকারীকে যথাযথ নিয়ম মেনে নিডেল প্রদান করবে। দিন শেষে সংশ্লিষ্টদের কাছ থেকে স্বাক্ষর নিবে।

৪.০ কার্যাবলী:

৪.১ নিডেল সংগ্রহ এবং সংরক্ষণ।

৪.২ ব্যবহারিত নিডেল পরিবর্তন

৪.৩ ভাঁঙ্গা নিডেল পরিবর্তন ।

৪.৪ ভাঁঙ্গা অংশ খুঁজে না পেলে করনীয়।

৪.৫ আইডেল মেশিন নিডেল গ্রহন ও প্রদান ।

৪.৬ রিলেটেড ডকুমেন্টস।

কার্যাবলী বর্ণনা:

৪.১ নিডেল সংগ্রহ ও সংরক্ষণ:

নিডেল কিপার চাহিদা অনুযায়ী স্টোর থেকে রিকুইজিশনের মাধ্যমে নিডেল সংগ্রহ করবে এবং যথাযথ নিয়মে নিডেল সংরক্ষণ করবে। যেমন নিডেলের সাইজ ও ধরণ অনুসারে নিভেল ইস্যু এবং স্টক রেকর্ড রাখবে।

৪.২ ব্যবহারিত নিডেল পরিবর্তন:

প্রি প্রোডাকশন মিটিংয়ের সময় ফেব্রিকের ধরন / প্রসেস / জটিলতা এবং বায়ারের চাহিদা অনুযায়ী / ২ ঘন্টা পর পর চেক করবে, যদি ব্যবহারের অনুপোযোগী হয় তাহলে নিডেল পরিবর্তন করতে হবে। ব্যবহারকারী নিডেল পরিবর্তনের সময় পট / কৌটার ভিতরে বহন করতে হবে এবং নিডেল চাহিদাপত্র সুপারভাইজর এর স্বাক্ষর সহ জমা দিতে হবে। নিডেল কিপার তার রেজিষ্টারে যথাযথ নিয়ম অনুসারে লিপিবদ্ধ করে রাখবে।

৪.৩ ভাঁঙ্গা নিডেল পরিবর্তন:

ভাঁঙ্গা নিডেল পরিবর্তন করার সময় অপারেটর অবশ্যই ভাঁঙ্গা অংশ সহ পরিপূর্ণ নিডেল কৌটা / পটের ভিতরে বহন করবে এবং সুপারভাইজর এর স্বাক্ষরসহ নিডেল চাহিদাপত্র নিয়ে নিডেল কিপারের কাছে জমা দিবে। নিডেল কিপার ভাঁঙ্গা অংশ গুলো মিলিয়ে দেখবে একটি পরিপূর্ণ নিডেল আছে কিনা যদি থাকে তাহলে যথাযথ নিয়ম অনুসারে রেজিষ্টারে লিপিবদ্ধ করবে।

৪.৪ ভাঁঙ্গা অংশ খুজে পাওয়া না গেলে করণীয়:

কাজ চলাকালীন অবস্থায় নিডেল ভেঁঙ্গে গেলে অপারেটর তার কর্তব্যরত সুপারভাইজরকে অবহিত করবে। সুপারভাইজর নিডেল কিপারের কাছ থেকে ম্যাগনেট সংগ্রহ করে অপারেটরকে দিবে। অপারেটর প্রথমে তার শরীর ভালো ভাবে চেক করবে তারপর মেশিন এর উপর এবং তার মেশিনের চারদিকে ২ মিটার জায়গায় ম্যাগনেট দিয়ে খুঁজবে। যদি না পায় তাহলে ২ মিটার অর্ন্তভুক্ত যে গার্মেন্টস গুলো আছে সেগুলো একটি ব্যাগে করে মেটাল ডিটেক্টর মেশিনে পাশ করাবে, সাথে নির্ধারিত ডকুমেন্ট পূরণ করতে হবে। যদি মেটাল ডিটেক্টর মেশিনে নিডেল ডিটেক্ট করে তাহলে ভালোভাবে উক্ত গার্মেন্টসটি খুঁজে বের করবে। যদি না পাওয়া যায় তাহলে নতুন নিডেল পাওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের স্বাক্ষর নিয়ে ডকুমেন্টটি জমা দিতে হবে।

৪.৫ আইডেল মেশিন এর নিডেল গ্রহন ও প্রদান:

ফ্লোরে কোন মেশিন আইডেল হলে অবশ্যই মেকানিককে অবহিত করতে হবে। মেকানিক আইডেল মেশিনটি নিডেলসহ বুঝে নিবে । মেকানিক আইডল মেশিন থেকে নিডেল খুলে নিডেল কিপারকে জমা দিবে এবং আইডেল মেশিন রুমে তালা বন্ধ করে রাখবে। আইডেল মেশিন নিডেল রেকর্ডে সকল তথ্যসহ প্রদান ও গ্রহনকারীর স্বাক্ষর থাকতে হবে।

৪.৬ রিলেটেড ডকুমেন্টস:

4.6.1-Needle Issue Sheet

4.6.2-Needle Exchange Record

4.6.3-Broken Needle Record

4.6.4-Lost Broken Needle Parts Check List

4.6.5- Idle Machine Needle Record

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get 30% off your first purchase

X
error: Content is protected !!