আমরা যারা Compliance Professional আমাদেরকে নিজস্ব কোম্পানিতে বা ফ্যাক্টরি তে Internal Audit করতে হয়। উক্ত Internal Audit কিভাবে সম্পন্ন করতে হয় বিশেষ করে যারা Compliance Professional এ নতুন তারা একটা ধারনা নিতে বা Internal Audit প্রক্রিয়াটি শিখতে এই video টি দেখতে পারেন এবং অভিজ্ঞরা পরামর্শ দিতে পারেন।
যেকোন ঈদের ছুটির সময় ক্ষতিপূরণ ছুটি নিয়ে অনেক আলোচনা হয়!! কারন Audit এর সময় Auditor গনকে এই হিসেব পরিষ্কার করে বুঝিয়ে দিতে হয়। সাধারনত Auditor গন এ ছুটি নিয়ে জিজ্ঞাসাও করে থাকেন। তাই এই ছুটির প্রক্রিয়া ও পরিশোধ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিও টি দেখুন!!
HR Budget কি, HR Budget কত ধরনের ও HR Budget কেন গুরুত্বপূর্ন। আমরা যারা HR (Human Resource) নিয়ে কাজ করি তাদেরকে নিজস্ব কোম্পানির জন্য একটি HR Budget তৈরি করতে হয়। তাই আমাদের HR Budget সম্পর্কে ধারনা থাকা প্রয়োজন।
কারন দর্শানোর নোটিশ শ্রম আইনের রেফারেন্স অনুযায়ী কি কারনে ও কিভাবে দেতে হয় তার আলোচনা পেতে ও পরামর্শ প্রদান করে নিম্নোক্ত ভিডিও টি দেখতে পারেন!!