Tier-1 , Tier -2 এবং Tier-3 হল যে কোন পন্য উৎপাদনের বিভিন্ন ধাপ সম্পন্নকৃত Factory গুলোকে বুঝায়। যেমন:
Tier-1 Factory : Tier-1 Factory বলতে ঐসকল Factory কে বুঝায় যে সকল Factory সরাসরি বায়ার থেকে (যারা পন্য সরাসরি বাজারজাতকরন করে ) পন্য তৈরির order নিয়ে থাকে । যেমন: যখন একটি company কোন বায়ার থেকে সরাসরি কিছু সংখ্যাক প্যান্ট তৈরির order নিয়ে থাকে এবং order প্রাপ্ত প্যান্ট সরাসরি বায়ার কে সরবরাহ করে থাকে তারাই হল Tier-1 Factory ।
Tier-2 Factory : Tier-2 Factory বলতে ঐসকল Factory কে বুঝায় যে সকল Factory থেকে Tier-1 Factory তাদের পন্য তৈরির জন্য উপকরন পেয়ে থেকে তারাই হল Tier-2 Factory। যেমন: Tier-1 Factory তাদের প্যান্ট তৈরির জন্য বিভিন্ন Fabric company থেকে Fabric সংগ্রহ করে থাকে । এখানে Tier-1 Factory তাদের প্যান্ট তৈরির জন্য ঐসকল Factory কে Tier-2 Factory বলে থাকে।
Tier-3 Factory : Tier-3 Factory সাধারণত কাঁচামালগুলিতে কাজ করে। যেমন: Tier-2 Factory কে Fabric তৈরি করার জন্য তুলা আমদানি বা ক্রয় করতে হয় । আর যে সকল company , Tier-2 Factory কে Fabric তৈরি করার জন্য তুলা সরবরাহ করে থাকে ঐসকল Factory কে Tier-3 Factory বলে থাকে ।
• Tier 1 – Partners that you directly conduct business with.
• Tier 2 – Where your Tier 1 suppliers get their materials.
• Tier 3 – One step further removed from a final product and typically work in raw materials.
.
.
Compliance – Questions and Answers Menu তে ফিরে যেতে
HR- Article এর মুল Menu তে ফিরে যেতে অথবা এ সম্পর্কীয় বা এ জাতীয় আরো Article দেখতে ক্লিক করুন।