Question: Trims এবং Accessories কি?
Question: Fabric কি ও Woven Fabric প্রকারভেদ নিয়ে আলোচনা ?
Question: Fabric মিটার থেকে কেজিতে রুপান্তরের পদ্ধতিগুলো কি কি ?
Question: ফেব্রিক GSM (Gram per Square Meter) কি ও কেন প্রয়োজন ?
Question: Label কি ও Label এর গুরুত্ব কি?
Woven Fabric Store :
Fabric Store সাধারনত product বা garments body তৈরির জন্য যে পরিমাণ Fabric এর requirement দেওয়া হয় তা In-House হলে Fabric roll গুলো জমা রাখা হয়।
Fabrics roll, fabric store এ In- House হওয়ার সাথে সাথে fabrics roll গুলো থেকে* ১০০% roll থেকে কিছু কাপড় blanket তৈরির জন্য বা Shade যাচাই এর জন্য.
*** shrinkage যাচাই এর জন্য spandex fabrics এর ক্ষেত্রে ১০০% হারে ও Cotton / Poly / Linen fabric type এর জন্য ১০% হারে fabric Inspection সেকশন কেটে নিয়ে যায়।
*** সমস্ত Fabric roll গুলোর গুনগত মান যাচাই এর জন্য ১০% fabric roll, Inspection করার জন্য fabric Inspection section এ নিয়ে যাওয়া হয়।
*** GSM ( Gram per square meter) এর জন্য ১০% for all fabrics, ১০০% সকল knit fabric type এর জন্য।
কাটিং এ fabric পাঠানোর জন্য কাটিং বিভাগ থেকে একটি fabric requirement দেওয়া হলে fabric কাটিং বিভাগে পাঠানো হয় তবে প্রয়োজন হলে fabric কাটিং বিভাগে যাবার পূর্বে 24 hours- 72 hours পর্যন্ত fabric relaxation( spandex fabrics, প্রয়োজনবোধে cotton fabrics) দিতে হয়। এই relaxation record একজন Quality Controller (Q.C), Register এ লিখে রাখেন।