The Article collected from Khandakar T Ahmed sir
Answer: প্রশ্নটা কি কখনও করেছেন যে একজন কর্মী দৈনিক কত ঘন্টা ওভার টাইম করতে পারেন।
ধারা-১০০ অনুযায়ী কোন “শ্রমিক দৈনিক ১০ ঘন্টা পর্যন্তও কাজ করিতে পারিবেন”।
ধারা-১০০ এর কোথাও কিন্ত বলা হয় নাই যে এটা আহার বা বিশ্রামের সময়সহ বা উহা ছাড়া।
২০১৮ সালের সংশোধনী অনুযায়ী “ধারা-১০১ এর অধীন কর্মীর আহার ও বিশ্রামের ব্যতীত ইহা যেন ১০ ঘন্টার অধিক সম্প্রসারিত না হয়।
তাই এখন থেকে প্রতিদিন ২ ঘন্টা করে ওভার টাইম করানো যাবে।
যে সকল প্রতিষ্ঠানে আহার এবং বিশ্রামের সময়সহ কর্ম সময় ৮ ঘন্টা সেই সকল প্রতিষ্ঠান দৈনিক ৩ ঘন্টা ওভার টাইম করাতে পারবেন।
তবে সেক্ষেত্রে আবার বছরন্তে ৫৬ ঘন্টার গড় সীমা যেন অতিক্রম না করে,সে দিকে লক্ষ রাখতে হবে।
কিন্ত আহার এবং বিশ্রামের সময়সহ যে সকল প্রতিষ্ঠানের কর্ম সময় ৯ ঘন্টা তারা এখন ২ ঘন্টা করে ওভার টাইম করাতে পারবেন।
.
.
HR ( Human Resource) এর মুল Menu তে ফিরে যেতে ক্লিক করুন
শ্রম আইন বিষয়ক প্রশ্ন ও উত্তর সংক্রান্ত Menu তে ফিরে যেতে ক্লিক করুন !!!
মাতৃত্বকালীন প্রশ্ন ও উত্তর এবং বিশ্লেষন
Injury / Accident / Disease সংক্রান্ত প্রশ্ন ও উত্তর
সার্ভিস বেনিফিট বা চাকুরিচ্যুত সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
মজুরী সংক্রান্ত প্রশ্ন ও উত্তর
ফান্ড , বিমা এবং তহবিল সংক্রান্ত প্রশ্ন ও উত্তর
শ্রম আইন ভিত্তিক অন্যান্য প্রশ্ন ও উত্তর এবং বিশ্লেষন