Question: কি কি কারনে কারন দর্শানোর নোটিশ দেওয়া যেতে পারে ?

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Answer: ধারা ২৩ অনুযায়ী নিম্মোক্ত কারনে কারন দর্শানোর নোটিশ দেওয়া যেতে পারে;

১। ধারা ২৩ (৪) (ক) অনুযায়ী ইচ্ছাকৃতভাবে অবাধ্যতা

২। ধারা ২৩ (৪) (খ) অনুযায়ী –চুরি, আত্নসাৎ ,প্রতারণা বা অসাধুতা;

৩। ধারা ২৩ (৪) (গ) অনুযায়ী – ঘুষ গ্রহণ বা প্রদান

৪। ধারা ২৩ (৪) (ঘ) অনুযায়ী – অভ্যাসগত অনুপস্থিতি

৫। ধারা ২৩ (৪) (ঙ) অনুযায়ী –অভ্যাসগত বিলম্বে উপস্থিতি

৬। ধারা ২৩ (৪) (চ) অনুযায়ী – আইন,বিধি বা প্রবিধানের অভ্যাসগত লঙ্ঘন

৭। ধারা ২৩ (৪) (ছ) অনুযায়ী – উচ্ছৃংখলতা, দাংগা-হাংগামা, অগ্নিসংযোগ বা ভাংচুর

৮। ধারা ২৩ (৪) (জ) অনুযায়ী – কাজে-কর্মে অভ্যাসগত গাফিলতি

৯। ধারা ২৩ (৪) (ঝ) অনুযায়ী – চাকুরী সংক্রান্ত, শৃঙ্খলা বা আচরণসহ, যে কোন বিধির অভ্যাসগত লঙ্ঘন

১০। ধারা ২৩ (৪) (ঞ) অনুযায়ী – অফিসিয়াল রেকর্ডের রদবদল, জালকরণ, অন্যায় পরিবর্তন, উহার ক্ষতিকরণ বা উহা হারাইয়া ফেলা।

ধারা ২৩ (৩) অনুযায়ী এখানে উল্লেখ্য যে, ধারা ২৩(৪) এর (খ) ও (ছ) অনুযায়ী কোন শ্রমিক অভিযুক্ত প্রমানিত হলে , তাকে চাকুরী হইতে বিচ্ছিন্ন করা হইলে কোন ক্ষতিপুরন দিতে হবে না।

2 thoughts on “Question: কি কি কারনে কারন দর্শানোর নোটিশ দেওয়া যেতে পারে ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get 30% off your first purchase

X
error: Content is protected !!