Answer :
লে-অফকৃত শ্রমিক দুইভাবে মজুরী পেয়ে থাকেন;
১। ৪৫ দিনের জন্য বেসিকের ৫০% এবং আবাসিক ভাতার সর্ম্পূণ হারে পাবেন।
২। ১৫ দিনের জন্য বেসিকের ১/৪ অংশ এবং আবাসিক ভাতার সর্ম্পূণ হারে পাবেন।
কিন্তু চারটি কারনে একজন শ্রমিক উক্ত মজুরী পাওয়া থেকে বঞ্চিত হবেন।
১। মালিক যদি লে-অফকৃত শ্রমিকে দিনের কোন নিদিষ্ট সময় হাজির প্রদান করতে বলেন কাজের জন্য এবং তিনি যদি তা না করেন তবে মজুরী পাওয়া থেকে বঞ্চিত হবেন।
২। একই প্রতিষ্ঠানে বা একই মালিকের অধীন একই শহরে বা গ্রামে অথবা আট কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থিত ভিন্ন কোন প্রতিষ্ঠানে দক্ষতা বা পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নাই-এরূপ কোন বিকল্প পদে একই মজুরীতে কাজ গ্রহণ করিতে অস্বীকার করেন।
৩। চাকুরীর বয়স ১ বছরের কম হলে।
৪। বদলি বা সাময়িক শ্রমিক হলে মজুরী পাবেন না তবে বদলি শ্রমিকের চাকুরির বয়স বেশি হলে পাবেন।
I’ve been surfing online more than 3 hours today, but I never discovered any interesting article like yours. It is lovely value enough for me. Personally, if all website owners and bloggers made good content material as you probably did, the net will probably be a lot more helpful than ever before.